আনওয়ারুল হাদীস

নিকট প্রতিবেশীর হক বেশী -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ বুখারী

হাদীস নং: ২১১৬
আন্তর্জাতিক নং: ২২৫৯
- সলম তথা অগ্রিম বেচাকেনার অধ্যায়
১৩৯৯. কোন প্রতিবেশী অধিকতর নিকটবর্তী
২১১৬. হাজ্জাজ ও আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমার দু’জন প্রতিবেশী রয়েছে, তাদের মধ্যে কাকে আমি হাদিয়া দিব? তিনি বললেন, উভয়ের মধ্যে যার দরজা তোমার বেশী কাছে।
كتاب السلم
باب أَىُّ الْجِوَارِ أَقْرَبُ
حَدَّثَنَا حَجَّاجٌ، حَدَّثَنَا شُعْبَةُ، ح وَحَدَّثَنِي عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو عِمْرَانَ، قَالَ سَمِعْتُ طَلْحَةَ بْنَ عَبْدِ اللَّهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي جَارَيْنِ، فَإِلَى أَيِّهِمَا أُهْدِي قَالَ " إِلَى أَقْرَبِهِمَا مِنْكِ بَابًا ".