আনওয়ারুল হাদীস

একজনকে বাদ দিয়ে দু'জনে কথা বলবে না -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ বুখারী

হাদীস নং: ৫৮৫১
আন্তর্জাতিক নং: ৬২৮৮
- অনুমতি গ্রহণ - প্রদান সংক্রান্ত
৩৩৩৫. তৃতীয় ব্যক্তিকে বাদ দিয়ে দু’জনে কানে কানে কথা বলবে না।
৫৮৫১। আব্দুল্লাহ ইবনে ইউসুফ ও ইসমাঈল (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যদি কোথাও তিনজন লোক থাকে, তবে তৃতীয়জনকে বাদ দিয়ে দু’জনে মিলে চুপি চুপি কথা বলবে না।
كتاب الاستئذان
باب لاَ يَتَنَاجَى اثْنَانِ دُونَ الثَّالِثِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ،. وَحَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ، رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا كَانُوا ثَلاَثَةٌ فَلاَ يَتَنَاجَى اثْنَانِ دُونَ الثَّالِثِ ".