আনওয়ারুল হাদীস
কোন মজলিসে বিক্ষিপ্ত হয়ে বসা ঠিক নয় -এর বিষয়সমূহ
১ টি হাদীস
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং: ৪৭২৪
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বসা, ঘুমানো ও চলাফেরা করা
৪৭২৪। হযরত জাবের ইবনে সামুরা (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) তাশরীফ আনিলেন, এসময় সাহাবীগণ বসা ছিলেন। তিনি বলিলেনঃ ব্যাপার কি? আমি তোমাদিগকে বিক্ষিপ্ত অবস্থায় দেখিতেছি? –আবু দাউদ
كتاب الآداب
وَعَن
جَابر بن سَمُرَة قَالَ: جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ جُلُوسٌ فَقَالَ: «مَا لِي أَرَاكُمْ عِزينَ؟» . رَوَاهُ أَبُو دَاوُد
جَابر بن سَمُرَة قَالَ: جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ جُلُوسٌ فَقَالَ: «مَا لِي أَرَاكُمْ عِزينَ؟» . رَوَاهُ أَبُو دَاوُد
তাহকীক: