আনওয়ারুল হাদীস

বিষয়বস্তুর বিবেচনায়ই কোন কবিতাকে ভাল অথবা মন্দ বলা হবে -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং: ৪৮০৭
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৯. তৃতীয় অনুচ্ছেদ - বক্তৃতা ও কবিতা আবৃত্তি
৪৮০৭। হযরত আয়েশা (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট কবিতা সম্পর্কে আলোচনা করা হইল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেন, উহাও এক প্রকার ভাব প্রকাশ। তবে উহার ভালটি ভাল এবং মন্দটি মন্দ। —দারা কুতনী।
كتاب الآداب
وَعَنْ

عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: ذُكِرَ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الشِّعْرُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ كَلَامٌ فَحَسَنُهُ حَسَنٌ وَقَبِيحُهُ قَبِيحٌ» . رَوَاهُ الدَّارَقُطْنِيّ