আনওয়ারুল হাদীস

কারো মনে ব্যথা না দিয়ে হাসি-কৌতুক করা যায় -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং: ৪৮৮৮
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - ঠাট্টা ও কৌতুক প্রসঙ্গে
৪৮৮৮। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, একদা নবী (ﷺ) জনৈক বৃদ্ধা মহিলাকে বলিলেনঃ কোন বৃদ্ধা বেহেশতে প্রবেশ করিবে না। তখন বৃদ্ধা জিজ্ঞাসা করিল, তাহাদের কি হইয়াছে? উক্ত বৃদ্ধাটি কোরআন পড়িয়াছিল। তখন হুযূর (ﷺ) বলিলেনঃ তুমি কি কোরআন মজীদে এই আয়াতটি পাঠ কর নাই। إِنَّا أَنْشَأْنَاهُنَّ إِنشاءً فجعلناهُنَّ أَبْكَارًا অর্থ—আমরা তাহাদিগকে (মহিলাদিগকে) বেহেশতের মধ্যে দ্বিতীয়বার পয়দা করিব এবং তাহাদিগকে কুমারী বানাইব। — রাযীন। শরহে সুন্নাহ্ কিতাবে মাছাবীহর শব্দ অনুযায়ী বর্ণনা করা হইয়াছে।
كتاب الآداب
وَعَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِامْرَأَةٍ عَجُوزٍ: «إِنَّهُ لَا تَدْخُلُ الْجَنَّةَ عَجُوزٌ» فَقَالَتْ: وَمَا لَهُنَّ؟ وَكَانَتْ تَقْرَأُ الْقُرْآنَ. فَقَالَ لَهَا: «أَمَا تَقْرَئِينَ الْقُرْآنَ؟ (إِنَّا أَنْشَأْنَاهُنَّ إِنشاءً فجعلناهُنَّ أَبْكَارًا)

رَوَاهُ رَزِينٌ. وَفِي

شَرْحِ السُّنَّةِ» بِلَفْظِ «الْمَصَابِيحِ»