আনওয়ারুল হাদীস
হেলান দিয়ে খানা খাবে না -এর বিষয়সমূহ
১ টি হাদীস
সহীহ বুখারী
হাদীস নং: ৫০০৬
আন্তর্জাতিক নং: ৫৩৯৮
- পানাহার সংক্রান্ত অধ্যায়
২৮৪৭. হেলান দিয়ে আহার করা
৫০০৬। আবু নু‘আয়ম (রাহঃ) ......... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেনঃ আমি হেলান দিয়ে আহার করি না।
كتاب الأطعمة
باب الأَكْلِ مُتَّكِئًا
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ عَلِيِّ بْنِ الأَقْمَرِ، سَمِعْتُ أَبَا جُحَيْفَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ آكُلُ مُتَّكِئًا ".