আনওয়ারুল হাদীস

দাঁড়িয়ে পান করা নিষেধ -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ মুসলিম

হাদীস নং: ৫১০৭
- পানাহার ও পানীয় দ্রব্যাদীর বিবরণ
১৩. দাঁড়িয়ে পান করা প্রসঙ্গে
৫১০৭। আব্দুল জাব্বার ইবনে আলা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যেন কখনো দাঁড়িয়ে পান না করে। কেউ ভুলে গেলে সে যেন পরে বমি করে ফেলে।
كتاب الأشربة
باب فِي الشُّرْبِ قَائِمًا
حَدَّثَنِي عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا مَرْوَانُ، - يَعْنِي الْفَزَارِيَّ - حَدَّثَنَا عُمَرُ بْنُ، حَمْزَةَ أَخْبَرَنِي أَبُو غَطَفَانَ الْمُرِّيُّ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَشْرَبَنَّ أَحَدٌ مِنْكُمْ قَائِمًا فَمَنْ نَسِيَ فَلْيَسْتَقِئْ " .