আনওয়ারুল হাদীস
চুল-দাড়ি সুন্দর ও পরিপাটি করে রাখা চাই -এর বিষয়সমূহ
১ টি হাদীস
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং: ৪৪৮৬
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. তৃতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৮৬। হযরত আতা ইবনে ইয়াসার (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) মসজিদে ছিলেন। এই সময় দাড়ি চুলে এলোমেলো এক ব্যক্তি আসিল, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) হাত দ্বারা তাহার প্রতি ইশারা করিলেন, যেন তিনি নির্দেশ দিতেছেন যে, সে যেন তাহার চুল দাড়ি ঠিক করিয়া আসে। লোকটি তাহাই করিল। অতঃপর নবী (ﷺ)-এর খেদমতে ফিরিয়া আসিল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ তোমাদের কেহ শয়তানের মত এলোমেলো চুলে আসিতে, উহা অপেক্ষা এখন যেই অবস্থায় আছ ইহা কি উত্তম নহে? –মালেক
كتاب اللباس
وَعَن عطاءِ بن يسارٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ فَدَخَلَ رَجُلٌ ثَائِرُ الرَّأْسِ وَاللِّحْيَةِ فَأَشَارَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ كَأَنَّهُ يَأْمُرُهُ بِإِصْلَاحِ شَعْرِهِ وَلِحْيَتِهِ فَفَعَلَ ثُمَّ رَجَعَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَيْسَ هَذَا خَيْرًا مِنْ أَنْ يَأْتِيَ أَحَدُكُمْ وَهُوَ ثَائِرُ الرَّأْسِ كَأَنَّهُ شَيْطَان» . رَوَاهُ مَالك
তাহকীক: