আনওয়ারুল হাদীস

কালো পাগরী -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ মুসলিম

হাদীস নং: ৩১৮২
আন্তর্জাতিক নং: ১৩৫৯ - ২
- হজ্ব - উমরার অধ্যায়
৮১. মক্কায় ইহরামবিহীন অবস্থায় প্রবেশ জায়েয
৩১৮২। আবু বকর ইবনে আবি শাঈবা ও হাসান আল-হুলওয়ানী (রাহঃ) ......... জাফর ইবনে আমর ইবনে হুরায়স (রাযিঃ) এর পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে কালো পাগড়ী পরিহিত অবস্থায় মিম্বরের উপর (উপবিষ্ট) দেখতে পাচ্ছি এবং তিনি পাগড়ীর দুই প্রান্ত কাঁধের মাঝ বরাবর ঝুলিয়ে রেখেছেন। আবু বকর (রাহঃ) এর বর্ণনায় ″মিম্বরের উপর″ কথাটুকু উল্লেখ নাই।
كتاب الحج
باب جَوَازِ دُخُولِ مَكَّةَ بِغَيْرِ إِحْرَامٍ
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَالْحَسَنُ الْحُلْوَانِيُّ، قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ مُسَاوِرٍ الْوَرَّاقِ، قَالَ حَدَّثَنِي وَفِي، رِوَايَةِ الْحُلْوَانِيِّ قَالَ سَمِعْتُ جَعْفَرَ بْنَ عَمْرِو بْنِ حُرَيْثٍ، عَنْ أَبِيهِ، قَالَ كَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ قَدْ أَرْخَى طَرَفَيْهَا بَيْنَ كَتِفَيْهِ . وَلَمْ يَقُلْ أَبُو بَكْرٍ عَلَى الْمِنْبَرِ .