আনওয়ারুল হাদীস
লজ্জা না থাকলে মানুষ যা ইচ্ছা তাই করে বসতে পারে -এর বিষয়সমূহ
১ টি হাদীস
সহীহ বুখারী
হাদীস নং: ৩২৩৮
আন্তর্জাতিক নং: ৩৪৮৪
- নবীগণের আঃ আলোচনা
২০৫০. শিরোনামবিহীন পরিচ্ছেদ
৩২৩৮। আদম (রাহঃ) .... আবু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, প্রথমযুগের আম্বিয়া-এ-কিরামের সর্বসম্মত উক্তি সমূহ যা মানব জাতি লাভ করেছে, তন্মধ্যে একটি হল, “যখন তোমার লজ্জা-শরম না থাকে, তখন তুমি যা ইচ্ছা তাই করতে পার।”
كتاب الأنبياء
باب
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، قَالَ سَمِعْتُ رِبْعِيَّ بْنَ حِرَاشٍ، يُحَدِّثُ عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلاَمِ النُّبُوَّةِ إِذَا لَمْ تَسْتَحِي فَاصْنَعْ مَا شِئْتَ ".
তাহকীক:
বর্ণনাকারী: