আনওয়ারুল হাদীস
প্রতারণা থেকে সতর্ক থাকা -এর বিষয়সমূহ
১ টি হাদীস
সহীহ বুখারী
হাদীস নং: ৫৭০৩
আন্তর্জাতিক নং: ৬১৩৩
- আদব - শিষ্টাচারের অধ্যায়
৩২৪৫. মু’মিন এক গর্ত থেকে দু’বার দংশিত হয় না।
৫৭০৩। কুতায়বা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ প্রকৃত মু'মিন একই গর্তে দু’বার দংশিত হয় না।
كتاب الأدب
باب لاَ يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ مَرَّتَيْنِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " لاَ يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ ".
তাহকীক: