আনওয়ারুল হাদীস
কোন নাফরমান বান্দার প্রাচুর্য দেখে ঈর্ষা করবে না -এর বিষয়সমূহ
১ টি হাদীস
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং: ৫২৪৮
- নম্রতা ও যুহদের অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - গরীবদের ফযীলত ও নবী (সা.) -এর জীবন-যাপন
৫২৪৮। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা কোন ফাসেক বদকারের ধন-সম্পদ দেখিয়া ঈর্ষায় পতিত হইও না। কারণ, তুমি জান না মৃত্যুর পর সে কি অবস্থার সম্মুখীন হইবে। নিশ্চয় তাহার জন্য আল্লাহর নিকটে এমন সংহারকারী রহিয়াছে যাহার মৃত্যু নাই অর্থাৎ, (দোযখের) আগুন। — শরহে সুন্নাহ্
كتاب الرقاق
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَغْبِطَنَّ فَاجِرًا بِنِعْمَةٍ فَإِنَّكَ لَا تَدْرِي مَا هُوَ لَاقٍ بَعْدَ مَوْتِهِ إِنَّ لَهُ عِنْدَ اللَّهِ قَاتِلًا لَا يَمُوتُ» . يَعْنِي النَّارَ. رَوَاهُ فِي «شَرْحِ السّنة»
তাহকীক: