ফয়জুল কালাম
তালিবুল ইলম অবস্থায় মৃত্যুর ফজিলত -এর বিষয়সমূহ
১ টি হাদীস
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং: ২৪৯
- ইলমের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
২৪৯। হযরত হাসান বসরী (রহ) হতে মুরসাল হিসাবে বর্ণিত রয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যার মৃত্যু উপস্থিত হয়েছে এমন অবস্থায় যখন সে ইসলামকে জীবিত করার লক্ষ্যে ইলম হাসিলে লিপ্ত আছে। বেহেশতে তার এবং নবীদের মধ্যে মাত্র একটি স্তরের ব্যবধান থাকবে। -দারেমী
كتاب العلم
اَلْفَصْلُ الثَّالِثُ
عَنِ الْحَسَنِ مُرْسَلًا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ جَاءَهُ الْمَوْتُ وَهُوَ يَطْلُبُ الْعِلْمَ لِيُحْيِيَ بِهِ الْإِسْلَامَ فَبَيْنَهُ وَبَيْنَ النَّبِيِّينَ دَرَجَةٌ وَاحِدَةٌ فِي الْجَنَّةِ» . رَوَاهُ الدَّارمِيّ
তাহকীক: