নির্বাচিত হাদীস

ঋণ আদায় না করে মৃত্যুবরণ করলে পরকালে ব্যক্তির নেকআমল থেকে তা পরিশোধ করা হবে -এর বিষয়সমূহ

টি হাদীস

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ২৪১৪
আন্তর্জাতিক নং: ২৪১৪
দান-সাদ্‌কা সম্পর্কিত
ঋণের ব্যাপারে কঠোরতা করা প্রসঙ্গে
২৪১৪। মুহাম্মাদ ইবন ছালাবা ইবন সাওয়া (রাহঃ) …. ইবন 'উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি এমন অবস্থায় মারা যায় যে, তার যিম্মায় একদীনার বা এক দিরহাম পরিমাণ ঋণ থাকে (কিয়ামাতের দিন) তার নেক আমল দিয়ে তা পরিশোধ করা হবে। কেননা, সেখানে কোন দীনার ও থাকবে না। এবং দিরহাম ও থাকবেনা।
أبواب الصدقات
بَاب التَّشْدِيدِ فِي الدَّيْنِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ ثَعْلَبَةَ بْنِ سَوَاءٍ، حَدَّثَنَا عَمِّي، مُحَمَّدُ بْنُ سَوَاءٍ عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، عَنْ مَطَرٍ الْوَرَّاقِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ مَاتَ وَعَلَيْهِ دِينَارٌ أَوْ دِرْهَمٌ قُضِيَ مِنْ حَسَنَاتِهِ لَيْسَ ثَمَّ دِينَارٌ وَلاَ دِرْهَمٌ ‏"‏ ‏.‏