নির্বাচিত হাদীস

মায়ের পদতলে জান্নাত -এর বিষয়সমূহ

টি হাদীস

সুনানে নাসায়ী

হাদীস নং: ৩১০৪
আন্তর্জাতিক নং: ৩১০৪
জিহাদ-শাহাদাতের অধ্যায়
৬. যার মাতা জীবিত, তার জন্য জিহাদে শরীক না হওয়ার অনুমতি
৩১০৮. আব্দুল ওয়াহহাব ইবনে আব্দুল হাকাম ওয়ারাক (রাহঃ) ......... মুআবিয়া ইবনে জাহিমা সালামী (রাহঃ) বলেন, আমার পিতা জাহিমা (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) এর খেদমতে এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলাল্লাহ! আমি যুদ্ধে গমন করতে ইচ্ছা করেছি। এখন আপনার নিকট মতামত জিজ্ঞাসা করতে এসেছি। তিনি বললেনঃ তোমার মাতা আছে কি? সে বললোঃ হ্যাঁ। তিনি বললেন, তার খেদমতে লেগে থাক। কেননা, জান্নাত তার পদদ্বয়ের নীচে।
كتاب الجهاد
الرُّخْصَةُ فِي التَّخَلُّفِ لِمَنْ لَهُ وَالِدَةٌ
أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْحَكَمِ الْوَرَّاقُ قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ طَلْحَةَ وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ طَلْحَةَ عَنْ مُعَاوِيَةَ بْنِ جَاهِمَةَ السَّلَمِيِّ أَنَّ جَاهِمَةَ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَدْتُ أَنْ أَغْزُوَ وَقَدْ جِئْتُ أَسْتَشِيرُكَ فَقَالَ هَلْ لَكَ مِنْ أُمٍّ قَالَ نَعَمْ قَالَ فَالْزَمْهَا فَإِنَّ الْجَنَّةَ تَحْتَ رِجْلَيْهَا
tahqiq

তাহকীক: