নির্বাচিত হাদীস

একত্রে খেলে খাবারে বরকত হয় -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ বুখারী

হাদীস নং: ৫০০০
আন্তর্জাতিক নং: ৫৩৯২
- পানাহার সংক্রান্ত অধ্যায়
২৮৪৫. একজনের খাবার দু’জনের জন্য যথেষ্ট
৫০০০। ‘আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দু’জনের খাবার তিন জনের জন্য যথেষ্ঠ এবং তিন জনের খাবার চারজনের জন্য যথেষ্ট।
كتاب الأطعمة
باب طَعَامُ الْوَاحِدِ يَكْفِي الاِثْنَيْنِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، وَحَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " طَعَامُ الاِثْنَيْنِ كَافِي الثَّلاَثَةِ، وَطَعَامُ الثَّلاَثَةِ كَافِي الأَرْبَعَةِ ".