নির্বাচিত হাদীস

আগুন জ্বালানো রেখে না ঘুমানো -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ বুখারী

হাদীস নং: ৫৮৫৬
আন্তর্জাতিক নং: ৬২৯৩
- অনুমতি গ্রহণ - প্রদান সংক্রান্ত
৩৩৩৯. ঘুমানোর সময় ঘরে আগুন রাখবে না।
৫৮৫৬। আবু নুয়াঈম (রাহঃ) ......... সালিম (রাহঃ) তার পিতা থেকে, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেনঃ যখন তোমরা ঘুমাবে, তখন তোমাদের ঘরগুলোতে আগুন রেখে ঘুমাবে না।
كتاب الاستئذان
باب لاَ تُتْرَكُ النَّارُ فِي الْبَيْتِ عِنْدَ النَّوْمِ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ (لاَ تَتْرُكُوا النَّارَ فِي بُيُوتِكُمْ حِينَ تَنَامُونَ).