প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (৬৯তম পর্ব) – এন্টি ভাইরাস
প্রাত্যহিক জীবনে আমরা অহরহ বিপদের সম্মুখীন হই। নাগরিক জীবনে বিপদের ঝুঁকি আগের তুলনায় শতগুণ বেশি। যে কোনও মুহূর্তেই এসে পড়তে পারে, অপ্রত্যাশিত বিপদ। আচানক আঘাত!
মানুষের পক্ষ থেকেই বর্তমানে বিপদাপদের আশংকা বেশি। এছাড়া অন্য দিক থেকেও বিপদ আসতে পারে। সামান্য ক্ষুদে একটা মশার কামড়ও আমার জন্যে ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। ছোট্ট একটা পিঁপড়ার কামড় আমাকে শয্যাশায়ী করে তুলতে পারে। সামান্য একটা ইঁদুর আমার জন্যে বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। সামান্য একটা তেলাপোকা আমাকে অসুস্থ করে তুলতে পারে!
বাথরূমে পা পিছলে আঘাত পেতে পারি। খাট থেকে নামতে গিয়ে পায়ে ব্যথা পেতে পারি। সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে বেমক্কা মাথা ঘুরে পড়ে যেতে পারি! গাড়ি থেকে নামতে গিয়ে পা মচকে যেতে পারে। আরও কতো কী!
এসব থেকে বাঁচার কি কোনও উপায় নেই? সবগুলো থেকে বাঁচা যাবে কি না, ঠিক বলা যাচ্ছে না, তবে নবীজি আমাদের জন্যে সুরক্ষামূলক কিছু ব্যবস্থা রেখে গেছেন। সামান্য কিছু কাজ! কাজ না বলে ‘পাঠ’ বলাই ভাল। আবদুল্লাহ বিন খুবাইব রা. বলেছেন:
-এক ঘোরতর অন্ধকারময় বৃষ্টিভেজা রাতে ঘর থেকে বের হলাম! নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর খোঁজে! তার সাথে সালাত আদায় করবো। খোঁজাখুঁজি করে তাঁকে পেলাম! তিনি বললেন:
-বলো!
আমি কিছু বললাম না। আবার বললেন:
-বলো!
আমি কিছু বললাম না।
-বলো!
-কী বলবো?
قُلْ: قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، وَالمُعَوِّذَتَيْنِ حِينَ تُمْسِي وَتُصْبِحُ ثَلاَثَ مَرَّاتٍ تَكْفِيكَ مِنْ كُلِّ شَيْءٍ
-তুমি প্রতি সকাল ও সন্ধ্যায় সূরা ইখলাস তিনবার ও সূরা ফালাক এবং সূরা নাস তিনবার করে পড়ে নিবে! তোমাকে ‘সবকিছু’ থেকে রক্ষা করবে! (তিরমিযী)
প্রতি সকালে ও সন্ধ্যায় ছোট ছোট তিনটা সূরা তিন-তিন করে মোট নয়বার পড়া-ই ‘কুল্লা শাই’-সবকিছুর জন্যে যথেষ্ট হয়ে যাবে! নবীজি তো তাই বললেন। কথাটা নবীজি বললেও, বাস্তবে কথাটা তো আল্লাহরই। রাব্বে কারীমই আমাদের সুরক্ষার জন্যে ‘ব্যবস্থাপত্র’ পাঠিয়ে দিয়েছেন।
আমরা যারা ঝুঁকিপূর্ণ কাজ করি। বিপদজনক বিষয়ে গবেষণা করি। এমনকি ব্যতিক্রমী বিষয়ে লেখালেখি করি, তাদের জন্যে এর চেয়ে আশ্বস্তকারী ‘প্রেসক্রিপশন’ আর কী হতে পারে? এটা বাঁকানো সাপ চিহ্নিত প্যাডে লেখা ‘ব্যবস্থাপত্র’ নয়, সরাসরি আরশে আযীম থেকে আসা ‘অব্যর্থ নিদান’!
ভাইরাস যারা বানায়, তাদের কাছেই থাকে এন্টি ভাইরাস! আল্লাহই বিপদ দেন। তার পক্ষ থেকে আসা উপায়ই হবে নিশ্চিদ্র ‘বৈতরণী’! তো আর কথা কী, আজ থেকেই শুরু হয়ে যাক! এটা ক্যাস্পারাস্কি বা নরটন নয় যে, ক’দিন পরপরই এমবি খরচ করে আপডেট দিতে হবে! কোনও খরচ নেই! নিখরচা ‘এন্টিডোট’! রেজিস্ট্রেশনের ঝামেলা নেই। সম্পূর্ণ ফ্রি!
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
নামায খুবই তাৎপর্যপূর্ণ ইবাদত
...
সংঘাতময় পরিস্থিতি: উপেক্ষিত নববী আদর্শ
দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবী। সমতালে এর অধিবাসীরাও 'গরম' হয়ে উঠছে দিনকে দিন। সেই তাপ ও উত্তাপ ব...
ইসলামে শ্রমিকের অধিকার
ইসলাম একটি কালজয়ী অনবদ্য জীবন বিধান। বিশ্বসৃষ্টির শুরু থেকেই মহীয়ান- গরীয়ান ও সর্বশক্তিমান মহান আ...
কাছরাতে যিকির
...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন