আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১০৯০
আন্তর্জাতিক নং: ১১৫৯
- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়
৭৩৬. ফজরের (সুন্নত) দু’ রাকাআত নিয়মিত আদায় করা।
১০৯০। আব্দুল্লাহ ইবনে ইয়াযীদ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) ইশার নামায আদায় করলেন, এরপর আট রাকআত নামায আদায় করেন এবং দু’রাকআত আদায় করেন বসে। আর দু’রাকআত নামায আদায় করেন আযান ও ইকামত-এর মধ্যবর্তী সময়ে। এ দু’রাকআত তিনি কখনো পরিত্যাগ করতেন না।
كتاب التهجّد
باب الْمُدَاوَمَةِ عَلَى رَكْعَتَىِ الْفَجْرِ
1159 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا سَعِيدٌ هُوَ ابْنُ أَبِي أَيُّوبَ، قَالَ: حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: «صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ العِشَاءَ، ثُمَّ صَلَّى ثَمَانِيَ رَكَعَاتٍ، وَرَكْعَتَيْنِ جَالِسًا، وَرَكْعَتَيْنِ بَيْنَ النِّدَاءَيْنِ وَلَمْ يَكُنْ يَدَعْهُمَا أَبَدًا»