আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫৭৪৮
আন্তর্জাতিক নং: ৬১৮১
- আদব - শিষ্টাচারের অধ্যায়
৩২৬৩. যমানাকে গালি দেবে না।
৫৭৪৮। ইয়াহয়া ইবনে বুকায়র (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ বলেনঃ মানুষ যমানাকে গালি দেয়, অথচ আমিই যমানা (এর নিয়ন্ত্রণের মালিক)। একমাত্র আমারই হুকুমে রাত ও দিনের পরিবর্তন হয়।
كتاب الأدب
باب لاَ تَسُبُّوا الدَّهْرَ
6181 - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، قَالَ: قَالَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " قَالَ اللَّهُ: يَسُبُّ بَنُو آدَمَ الدَّهْرَ، وَأَنَا الدَّهْرُ، بِيَدِي اللَّيْلُ وَالنَّهَارُ "
হাদীস নং: ৫৭৪৯
আন্তর্জাতিক নং: ৬১৮২
- আদব - শিষ্টাচারের অধ্যায়
৩২৬৩. যমানাকে গালি দেবে না।
৫৭৪৯। আইয়্যাশ ইবনে ওয়ালীদ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেনঃ তোমরা আঙ্গুরকে ‘কারম’ বলো না। আর বলবে না 'বঞ্চিত যুগ'। কারণ, আল্লাহ হলেন যুগের নিয়ন্ত্রক।
كتاب الأدب
باب لاَ تَسُبُّوا الدَّهْرَ
6182 - حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الوَلِيدِ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لاَ تُسَمُّوا العِنَبَ الكَرْمَ، وَلاَ تَقُولُوا [ص:42]: خَيْبَةَ الدَّهْرِ، فَإِنَّ اللَّهَ هُوَ الدَّهْرُ "