আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৮- নামাযের ওয়াক্তের বিবরণ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫৬২
আন্তর্জাতিক নং: ৫৮৯
- নামাযের ওয়াক্তের বিবরণ
৩৮৩। যিনি আসরের ও ফজরের পর ব্যতিত অন্য সময়ে নামায আদায় মাকরূহ মনে করেন না।
উমর, ইবনে উমর, আবু সাঈদ ও আবু হুরাইরা (রাযিঃ) এ হাদীস বর্ণনা করেছেন।
৫৬২। আবু নু’মান (রাহঃ) ...... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার সঙ্গীদের যেভাবে নামায আদায় করতে দেখেছি সেভাবেই আমি নামায আদায় করি। সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ে নামাযের ইচ্ছা করা ব্যতীত রাতে বা দিনে যে কোন সময় কেউ নামায আদায় করতে চাইলে আমি নিষেধ করি না।
كتاب مواقيت الصلاة
باب مَنْ لَمْ يَكْرَهِ الصَّلاَةَ إِلاَّ بَعْدَ الْعَصْرِ وَالْفَجْرِ رَوَاهُ عُمَرُ وَابْنُ عُمَرَ وَأَبُو سَعِيدٍ وَأَبُو هُرَيْرَةَ
589 - حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: " أُصَلِّي كَمَا رَأَيْتُ أَصْحَابِي يُصَلُّونَ: لاَ أَنْهَى أَحَدًا يُصَلِّي بِلَيْلٍ وَلاَ نَهَارٍ مَا شَاءَ، غَيْرَ أَنْ لاَ تَحَرَّوْا طُلُوعَ الشَّمْسِ وَلاَ غُرُوبَهَا "