মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

১. ঈমান-আকাঈদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৮
ঈমান-আকাঈদ অধ্যায়
কাদরিয়া দলের প্রতি তিরস্কার
১৮। হযরত ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ ভবিষ্যতে এমন একটি জাতি আগমণ করবে যারা বলবে, তাকদীর বলতে কিছুই নেই। অতঃপর তারা যিন্দীক হয়ে যাবে। যদি তোমরা তাদের সাথে মিলিত হও, তাহলে তাদেরকে সালাম প্রদান করবে না। যদি তারা অসুস্থ হয়, তবে তাদের শুশ্রূষা করার জন্য যাবে না। যদি তারা মৃত্যুবরণ করে, তাহলে তাদের জানাযায় অংশগ্রহণ করবে না। কেননা তারা দাজ্জালের সঙ্গী হবে এবং এ উম্মতের মজুসী হবে। আল্লাহ্ তা'আলা অবশ্যই তাদেরকে দাজ্জাল ও মজুসীদের সাথে জাহান্নামে একত্র করবেন।
كتاب الإيمان والإسلام والقدر والشفاعة
عَنِ الْهَيْثَمِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَجِيءُ قَوْمٌ يَقُولُونَ: لَا قَدَرَ، ثُمَّ يَخْرُجُونَ مِنْهُ إِلَى الزَّنْدَقَةِ، فَإِذَا لَقِيتُمُوهُمْ فَلَا تُسَلِّمُوا عَلَيْهِمْ، وَإِنْ مَرِضُوا فَلَا تَعُودُوهُمْ، وَإِنْ مَاتُوا فَلَا تُشَيِّعُوهُمْ، فَإِنَّهُمْ شِيعَةُ الدَّجَّالِ وَمَجُوسُ هَذِهِ الْأُمَّةِ، حَقَّ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ أَنْ يُلْحِقَهُمْ بِهِمْ فِي النَّارِ
হাদীস নং: ১৯
ঈমান-আকাঈদ অধ্যায়
কাদরিয়া দলের প্রতি তিরস্কার
১৯। হযরত ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। হুযূর (ﷺ) ইরশাদ করেছেনঃ তোমাদের সামনে এমন এক জাতির আগমণ ঘটবে যারা বলবে, কদর বলতে কিছুই নেই। অতঃপর তারা যিন্দীক হয়ে যাবে। যখন তোমাদের সাথে তাদের সাক্ষাৎ হবে, তাদেরকে সালাম দিবে না। যদি তারা রোগগ্রস্ত হয়, তাহলে তাদের সেবার জন্য যাবে না। তারা মৃত্যুবরণ করলে তাদের জানাযায় উপস্থিত হবে না। কেননা তারা দাজ্জালের সাথী হবে এবং এ উম্মতের মাজুসী। আল্লাহ অবশ্যই তাদেরকে জাহান্নামে এদের সাথে একত্র করবেন।
كتاب الإيمان والإسلام والقدر والشفاعة
عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَجِيءُ قَوْمٌ يَقُولُونَ: لَا قَدَرَ، ثُمَّ يَخْرُجُونَ مِنْهُ إِلَى الزَّنْدَقَةِ، فَإِذَا لَقَيتُمُوهُمْ فَلَا تُسَلِّمُوا عَلَيْهِمْ، وَإِنْ مَرِضُوا فَلَا تَعُودُوهُمْ، وَإِنْ مَاتُوا فَلَا تُشَيِّعُوهُمْ، فَإِنَّهُمْ شِيعَةُ الدَّجَّالِ وَمَجُوسُ هَذِهِ الْأُمَّةِ، وَحَقًّا عَلَى اللَّهِ تَعَالَى أَنْ يُلْحِقَهُمْ بِهِمْ فِي النَّارِ
হাদীস নং: ২০
ঈমান-আকাঈদ অধ্যায়
কাদরিয়া দলের প্রতি তিরস্কার
২০। হযরত ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। হযরত (ﷺ) ইরশাদ করেছেন, আল্লাহ্ তা'আলা কাদরিয়াদের উপর লা'নত বর্ষণ করেছেন। তিনি এ প্রসঙ্গে আরো বলেছেন আমার পূর্বে এমন কোন নবী আবির্ভূত হননি যিনি স্বীয় উম্মতকে এ কাদরিয়া দল সম্পর্কে ভীতি প্রদর্শন করেননি এবং লা'নত প্রেরণ করেননি।
كتاب الإيمان والإسلام والقدر والشفاعة
عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَعَنَ اللَّهُ الْقَدَرِيَّةَ، مَا مِنْ نَبِيٍّ بَعَثَهُ اللَّهُ تَعَالَى قَبْلِي إِلَّا حَذَّرَ أُمَّتَهُ مِنْهُمْ وَلَعَنَهُمْ»
হাদীস নং: ২১
ঈমান-আকাঈদ অধ্যায়
কাদরিয়া দলের প্রতি তিরস্কার
২১। হযরত বুরাইদা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আল্লাহ্ তা'আলা কাদরিয়াদের লা'নত করেছেন এবং অতীতে এমন কোন নবী-রাসূল আগমণ করেননি যারা তাদের উপর লা'নত করেননি এবং স্বীয় উম্মতকে তাদের সাথে কথা বলতে নিষেধ করেননি।
كتاب الإيمان والإسلام والقدر والشفاعة
عَنْ عَلْقَمَةَ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَعَنَ اللَّهُ الْقَدَرِيَّةَ، وَمَا مِنْ نَبِيٍّ وَلَا رَسُولٍ إِلَّا لَعَنَهُمْ، وَنَهَى أُمَّتَهُ عَنِ الْكَلَامِ مَعَهُمْ»
হাদীস নং: ২২
ঈমান-আকাঈদ অধ্যায়
কাদরিয়া দলের প্রতি তিরস্কার
২২। হযরত ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কাদরিয়া দল (যারা তাকদীরকে মানে না) এ উম্মতের মজূস এবং তারা দাজ্জালের সাথী।
كتاب الإيمان والإسلام والقدر والشفاعة
عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْقَدَرِيَّةُ مَجُوسُ هَذِهِ الْأُمَّةِ، وَهُمْ شِيعَةُ الدَّجَّالِ»