মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

২০. পোশাক,সাজসজ্জা ও সৌন্দর্যের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪২৯
পোশাক,সাজসজ্জা ও সৌন্দর্যের বর্ণনা
কাপড় ঝুলানোর বিবরণ
হাদীস নং- ৪২৯

হযরত আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) এমন এক ব্যক্তির নিকট দিয়ে গমন করছিলেন, যে কাপড় ঝুলিয়েছিল। তখন তিনি কাপড় তার কাঁধের উপর উল্টিয়ে দিলেন।
অন্য এক রিওয়ায়েতে আছে, আদী ইব্ন আকমার থেকে এ হাদীস মুনকাতি, (منقطع)
كتاب اللباس والزينة
عَنْ عَلِيِّ بْنِ الْأَقْمَرِ، عَنْ أَبِي جُحَيْفَةَ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِرَجُلٍ سَادِلٍ ثَوْبَهُ، فَعَطَفَهُ عَلَيْهِ» ، وَفِي رِوَايَةٍ: عَنْ عَلِيِّ بْنِ الْأَقْمَرِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْقَطِعًا