মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

২০. পোশাক,সাজসজ্জা ও সৌন্দর্যের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪৩০
পোশাক,সাজসজ্জা ও সৌন্দর্যের বর্ণনা
রেশম ও রেশমী বস্ত্র পরিধানে নিষেধাজ্ঞা
হাদীস নং- ৪৩০

হযরত হুযায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) রেশম এবং রেশমী বস্তু পরিধান করতে নিষেধ করেছেন। তিনি এটাও বলেছেন: এগুলো তারা পরিধান করে, যাদের (পরকালে) কোন অংশ নেই।
كتاب اللباس والزينة
عَنِ الْحَكَمِ، عَنِ ابْنِ أَبِيْ لَيْلَى، عَنْ حُذَيْفَةَ، أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ لُبْسِ الْحَرِيْرِ وَالدِّيْبَاجِ، قَالَ: «إِنَّمَا يَفْعَلُ ذَلِكَ مَنْ لَا خَلَاقَ لَهُ».