আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
হাদীস নং: ২৬১২
 অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৬১২. হযরত মিকদাম ইবন মা'দীকারিব (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ নিজের হাতের উপার্জনের চেয়ে উত্তম উপার্জন কেউ আহার করেনি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজের হাতের উপার্জন থেকে আহার করতেন।
(হাদীসটি বুখারী প্রমুখ বর্ণনা করেছেন। ইবন মাজাহ এটি নিম্নোক্ত শব্দমালায় বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন ব্যক্তি তার নিজ হাতের উপার্জনের চেয়ে অধিক পবিত্র কোন জীবিকা উপার্জন করেনি। মানুষ নিজের খাতে, নিজের পরিবারের খাতে, নিজের সন্তানদের এবং নিজের চাকর-নফরের খাতে যা কিছু ব্যয় করে, তা সাদকা হিসেবে গণ্য হয়ে থাকে।)
(হাদীসটি বুখারী প্রমুখ বর্ণনা করেছেন। ইবন মাজাহ এটি নিম্নোক্ত শব্দমালায় বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন ব্যক্তি তার নিজ হাতের উপার্জনের চেয়ে অধিক পবিত্র কোন জীবিকা উপার্জন করেনি। মানুষ নিজের খাতে, নিজের পরিবারের খাতে, নিজের সন্তানদের এবং নিজের চাকর-নফরের খাতে যা কিছু ব্যয় করে, তা সাদকা হিসেবে গণ্য হয়ে থাকে।)
كتاب البيوع
كتاب الْبيُوع وَغَيرهَا 
التَّرْغِيب فِي الِاكْتِسَاب بِالْبيعِ وَغَيره
التَّرْغِيب فِي الِاكْتِسَاب بِالْبيعِ وَغَيره
2612 - عَن الْمِقْدَام بن معديكرب رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا أكل أحد طَعَاما قطّ خيرا من أَن يَأْكُل من عمل يَده وَإِن نَبِي الله دَاوُد عَلَيْهِ الصَّلَاة وَالسَّلَام كَانَ يَأْكُل من عمل يَده
رَوَاهُ البُخَارِيّ وَغَيره وَابْن مَاجَه وَلَفظه قَالَ مَا كسب الرجل كسبا أطيب من عمل يَده وَمَا أنْفق الرجل على نَفسه وَأَهله وَولده وخادمه فَهُوَ صَدَقَة
رَوَاهُ البُخَارِيّ وَغَيره وَابْن مَاجَه وَلَفظه قَالَ مَا كسب الرجل كسبا أطيب من عمل يَده وَمَا أنْفق الرجل على نَفسه وَأَهله وَولده وخادمه فَهُوَ صَدَقَة

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ২৬১৩
 অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৬১৩. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কারো জন্য নিজ পিঠে জ্বালানী কাঠের বোঝা বহন করা এর চেয়ে অধিক উত্তম যে, সে কারো নিকট ভিক্ষা চাইবে তারপর সে তাকে কিছু দান করবে অথবা সে দানে বিরত থাকবে। 
(হাদীসটি মালিক, বুখারী, মুসলিম, তিরমিযী ও নাসাঈ বর্ণনা করেছেন।)
(হাদীসটি মালিক, বুখারী, মুসলিম, তিরমিযী ও নাসাঈ বর্ণনা করেছেন।)
كتاب البيوع
كتاب الْبيُوع وَغَيرهَا 
التَّرْغِيب فِي الِاكْتِسَاب بِالْبيعِ وَغَيره
التَّرْغِيب فِي الِاكْتِسَاب بِالْبيعِ وَغَيره
2613- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لِأَن يحتطب أحدكُم حزمة على ظَهره خير لَهُ من أَن يسْأَل أحدا فيعطيه أَو يمنعهُ
رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ২৬১৪
 অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৬১৪. হযরত যুবায়র ইবনুল আওয়াম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যদি রশি নিয়ে জঙ্গলে গিয়ে কাঠ সংগ্রহ করে নিজের পিঠে বহন করে নিয়ে আসে, তারপর এটি বিক্রি করে এবং আল্লাহ তাকে অপমান থেকে রক্ষা করেন, তবে এটিই তার জন্য মানুষের নিকট হাত পাতার চেয়ে উত্তম হবে, মানুষ তাকে কিছু দিক অথবা দান থেকে বিরত থাকুক।
(হাদীসটি বুখারী বর্ণনা করেছেন।)
(হাদীসটি বুখারী বর্ণনা করেছেন।)
كتاب البيوع
كتاب الْبيُوع وَغَيرهَا 
التَّرْغِيب فِي الِاكْتِسَاب بِالْبيعِ وَغَيره
التَّرْغِيب فِي الِاكْتِسَاب بِالْبيعِ وَغَيره
2614- وَعَن الزبير بن الْعَوام رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لِأَن يَأْخُذ أحدكُم أحبله فَيَأْتِي بحزمة من حطب على ظَهره فيبيعها فيكف الله بهَا وَجهه خير لَهُ من أَن يسْأَل النَّاس أَعْطوهُ أم منعُوا
رَوَاهُ البُخَارِيّ
رَوَاهُ البُخَارِيّ

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ২৬১৫
 অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৬১৫. হযরত আনাস (রা) থেকে বর্ণিত যে, জনৈক আনসারী ব্যক্তি নবী করীম (ﷺ) -এর নিকট এসে ভিক্ষা চাইল। রাসুলুল্লাহ্ (ﷺ) বললেন, তোমার ঘরে কি কিছুই নেই? সে বলল, জ্বী হ্যাঁ, একটি কম্বল আছে যার অর্ধেক পরিধান করি আর অর্ধেক বিছিয়ে থাকি। আর আছে একটি পানপাত্র। তিনি বললেন এ, দু'টি জিনিস আমার কাছে নিয়ে আস। সে এগুলো নিয়ে আসল। রাসূলুল্লাহ্ (ﷺ) তখন এগুলো হাতে নিয়ে বললেনঃ এগুলো কে কিনবে? জনৈক ব্যক্তি বলল, আমি এক দিরহামে নেব। রাসূলুল্লাহ বললেন, এক দিরহামের চেয়ে বেশি দিয়ে কে নেবে? কথাটি তিনি দুই অথবা তিনবার বললেন। তখন এক ব্যক্তি বলল, আমি দু'দিরহাম দিয়ে নেব। রাসূলুল্লাহ জিনিস দু'টি তাকেই দিয়ে দিলেন এবং দিরহাম দু'টি গ্রহণ করে আনসারী ব্যক্তিকে দিলেন এবং বললেনঃ এর এক দিরহাম দিয়ে খাদ্য কিনে তোমার পরিবারকে দিয়ে আস আর দ্বিতীয় দিরহামটি দিয়ে একটি কুড়াল কিনে নিয়ে আস। সে কুড়াল কিনে নিয়ে আসলে রাসূলুল্লাহ (ﷺ) নিজ হাতে এর হাতল লাগিয়ে দিলেন। অতঃপর বললেন, যাও কাঠ সংগ্রহ করে বিক্রি করতে থাক। আর আমি যেন পনের দিন তোমাকে না দেখি। লোকটি তাই করল। কিছুদিন পর লোকটি যখন আসল, তখন সে দশ দিরহাম সঞ্চয় করে নিয়েছিল। অতএব সে অর্ধেক দিয়ে বস্ত্র ও অর্ধেক দিয়ে খাদ্য কিনে নিল। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেনঃ এটিই তোমার জন্য এর চেয়ে উত্তম যে, ভিক্ষাবৃত্তি কিয়ামতের দিন তোমার চেহারায় একটি কলঙ্ক নিয়ে আসবে। হাদীসের শেষ পর্যন্ত।
(হাদীসটি আবূ দাউদ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। নাসাঈ এবং তিরমিযীও এটি বর্ণনা করেছেন। তিরমিযী বলেছেনঃ হাদীসটি হাসান। পূর্ণ হাদীসটি ভিক্ষাবৃত্তি অধ্যায়ে ইতোপূর্বেও বর্ণিত হয়েছে।)
(হাদীসটি আবূ দাউদ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। নাসাঈ এবং তিরমিযীও এটি বর্ণনা করেছেন। তিরমিযী বলেছেনঃ হাদীসটি হাসান। পূর্ণ হাদীসটি ভিক্ষাবৃত্তি অধ্যায়ে ইতোপূর্বেও বর্ণিত হয়েছে।)
كتاب البيوع
كتاب الْبيُوع وَغَيرهَا 
التَّرْغِيب فِي الِاكْتِسَاب بِالْبيعِ وَغَيره
التَّرْغِيب فِي الِاكْتِسَاب بِالْبيعِ وَغَيره
2615- وَعَن أنس رَضِي الله عَنهُ أَن رجلا من الْأَنْصَار أَتَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَسَأَلَهُ فَقَالَ أما فِي بَيْتك شَيْء قَالَ بلَى حلْس نلبس بعضه ونبسط بعضه
وَقَعْب نشرب فِيهِ من المَاء قَالَ ائْتِنِي بهما فَأَتَاهُ بهما فَأَخذهُمَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بِيَدِهِ وَقَالَ من يَشْتَرِي هذَيْن قَالَ
رجل أَنا آخذهما بدرهم
قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من يزِيد على دِرْهَم مرَّتَيْنِ أَو ثَلَاثًا قَالَ رجل أَنا آخذهما بِدِرْهَمَيْنِ فَأَعْطَاهُمَا إِيَّاه فَأخذ الدرهمين فَأَعْطَاهُمَا الْأنْصَارِيّ وَقَالَ اشْتَرِ بِأَحَدِهِمَا طَعَاما فانبذه إِلَى أهلك واشتر بِالْآخرِ قدومًا فائتني بِهِ فَأَتَاهُ بِهِ فَشد فِيهِ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عودا بِيَدِهِ ثمَّ قَالَ اذْهَبْ فاحتطب وبع وَلَا أرينك خَمْسَة عشر يَوْمًا فَفعل فجَاء وَقد أصَاب عشرَة دَرَاهِم فَاشْترى بِبَعْضِهَا ثوبا وببعضها طَعَاما فَقَالَ لَهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم هَذَا خير لَك من أَن تَجِيء الْمَسْأَلَة نُكْتَة فِي وَجهك يَوْم الْقِيَامَة
الحَدِيث
رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَالنَّسَائِيّ وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَتقدم بِتَمَامِهِ فِي الْمَسْأَلَة
وَقَعْب نشرب فِيهِ من المَاء قَالَ ائْتِنِي بهما فَأَتَاهُ بهما فَأَخذهُمَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بِيَدِهِ وَقَالَ من يَشْتَرِي هذَيْن قَالَ
رجل أَنا آخذهما بدرهم
قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من يزِيد على دِرْهَم مرَّتَيْنِ أَو ثَلَاثًا قَالَ رجل أَنا آخذهما بِدِرْهَمَيْنِ فَأَعْطَاهُمَا إِيَّاه فَأخذ الدرهمين فَأَعْطَاهُمَا الْأنْصَارِيّ وَقَالَ اشْتَرِ بِأَحَدِهِمَا طَعَاما فانبذه إِلَى أهلك واشتر بِالْآخرِ قدومًا فائتني بِهِ فَأَتَاهُ بِهِ فَشد فِيهِ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عودا بِيَدِهِ ثمَّ قَالَ اذْهَبْ فاحتطب وبع وَلَا أرينك خَمْسَة عشر يَوْمًا فَفعل فجَاء وَقد أصَاب عشرَة دَرَاهِم فَاشْترى بِبَعْضِهَا ثوبا وببعضها طَعَاما فَقَالَ لَهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم هَذَا خير لَك من أَن تَجِيء الْمَسْأَلَة نُكْتَة فِي وَجهك يَوْم الْقِيَامَة
الحَدِيث
رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَالنَّسَائِيّ وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَتقدم بِتَمَامِهِ فِي الْمَسْأَلَة

তাহকীক:
হাদীস নং: ২৬১৬
 অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৬১৬. হযরত সাঈদ ইবন উমায়র (রা) সূত্রে তাঁর চাচা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) কে প্রশ্ন করা হলঃ কোন উপার্জনটি সর্বাধিক পবিত্র? তিনি বললেন, মানুষের নিজের হাতের উপার্জন এবং সকল হালাল উপার্জন।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং সহীহ বলে মন্তব্য করেছেন। ইবন মুঈন বলেনঃ সাঈদ ইবন উমায়র এর চাচার নাম বারা। বায়হাকী এ হাদীসটি সাঈদ ইবন উমায়র থেকে মুরসালরূপে বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এ. সূত্রটিই বিশুদ্ধ। আর যাঁরা এটি তাঁর চাচার সূত্র উল্লেখ করে বর্ণনা করেছেন, তাঁরা ভুল করেছেন।)
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং সহীহ বলে মন্তব্য করেছেন। ইবন মুঈন বলেনঃ সাঈদ ইবন উমায়র এর চাচার নাম বারা। বায়হাকী এ হাদীসটি সাঈদ ইবন উমায়র থেকে মুরসালরূপে বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এ. সূত্রটিই বিশুদ্ধ। আর যাঁরা এটি তাঁর চাচার সূত্র উল্লেখ করে বর্ণনা করেছেন, তাঁরা ভুল করেছেন।)
كتاب البيوع
كتاب الْبيُوع وَغَيرهَا 
التَّرْغِيب فِي الِاكْتِسَاب بِالْبيعِ وَغَيره
التَّرْغِيب فِي الِاكْتِسَاب بِالْبيعِ وَغَيره
2616- وَعَن سعيد بن عُمَيْر عَن عَمه رَضِي الله عَنهُ قَالَ سُئِلَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَي الْكسْب أطيب قَالَ عمل الرجل بِيَدِهِ وكل كسب مبرور
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَالَ ابْن معِين عَم سعيد هُوَ الْبَراء
وَرَوَاهُ الْبَيْهَقِيّ عَن سعيد بن عُمَيْر مُرْسلا وَقَالَ هَذَا هُوَ الْمَحْفُوظ وَأَخْطَأ من قَالَ عَن عَمه
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَالَ ابْن معِين عَم سعيد هُوَ الْبَراء
وَرَوَاهُ الْبَيْهَقِيّ عَن سعيد بن عُمَيْر مُرْسلا وَقَالَ هَذَا هُوَ الْمَحْفُوظ وَأَخْطَأ من قَالَ عَن عَمه

তাহকীক:
হাদীস নং: ২৬১৭
 অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৬১৭. জুমাই ইবন উমায়র সূত্রে তাঁর মামা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে উত্তম উপার্জন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেনঃ সৎ ব্যবসা এবং মানুষের নিজের হাতের উপার্জন।
(হাদীসটি আহমদ ও বাযযার বর্ণনা করেছেন। তাবারানীও এটি তাঁর 'কবীরে' সংক্ষেপে বর্ণনা করেছেন এবং জুমাই ইবন উমায়র-এর মামার নাম আবু বুরদা উল্লেখ করেছেন। বায়হাকী এটি মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন নুমায়র সূত্রে বর্ণনা করেছেন। তাঁর নিকট উপরের হাদীসটির আলোচনা করা হলে তিনি বলেছিলেনঃ এটি আসলে সাঈদ ইবন উমায়র সূত্রে হবে।)
(হাদীসটি আহমদ ও বাযযার বর্ণনা করেছেন। তাবারানীও এটি তাঁর 'কবীরে' সংক্ষেপে বর্ণনা করেছেন এবং জুমাই ইবন উমায়র-এর মামার নাম আবু বুরদা উল্লেখ করেছেন। বায়হাকী এটি মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন নুমায়র সূত্রে বর্ণনা করেছেন। তাঁর নিকট উপরের হাদীসটির আলোচনা করা হলে তিনি বলেছিলেনঃ এটি আসলে সাঈদ ইবন উমায়র সূত্রে হবে।)
كتاب البيوع
كتاب الْبيُوع وَغَيرهَا 
التَّرْغِيب فِي الِاكْتِسَاب بِالْبيعِ وَغَيره
التَّرْغِيب فِي الِاكْتِسَاب بِالْبيعِ وَغَيره
2617- وَعَن جَمِيع بن عُمَيْر عَن خَاله قَالَ سُئِلَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن أفضل الْكسْب فَقَالَ بيع مبرور وَعمل الرجل بِيَدِهِ
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير بِاخْتِصَار وَقَالَ عَن خَالِد أبي بردة بن نيار وروى الْبَيْهَقِيّ عَن مُحَمَّد بن عبد الله بن نمير وَذكر لَهُ هَذَا الحَدِيث فَقَالَ إِنَّمَا هُوَ عَن سعيد بن عُمَيْر
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير بِاخْتِصَار وَقَالَ عَن خَالِد أبي بردة بن نيار وروى الْبَيْهَقِيّ عَن مُحَمَّد بن عبد الله بن نمير وَذكر لَهُ هَذَا الحَدِيث فَقَالَ إِنَّمَا هُوَ عَن سعيد بن عُمَيْر

তাহকীক:
হাদীস নং: ২৬১৮
 অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৬১৮. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞাসা করা হল, কোন উপার্জনটি সর্বোত্তম? তিনি বললেন, মানুষের নিজ হাতের উপার্জন ও প্রতিটি সৎ ব্যবসা।
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীর' ও 'আওসাতে' বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীর' ও 'আওসাতে' বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب البيوع
كتاب الْبيُوع وَغَيرهَا 
التَّرْغِيب فِي الِاكْتِسَاب بِالْبيعِ وَغَيره
التَّرْغِيب فِي الِاكْتِسَاب بِالْبيعِ وَغَيره
2618- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ سُئِلَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَي الْكسْب أفضل قَالَ عمل الرجل بِيَدِهِ وكل بيع مبرور
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَرُوَاته ثِقَات
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَرُوَاته ثِقَات

তাহকীক:
হাদীস নং: ২৬১৯
 অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৬১৯. হযরত রাফি' ইবন খাদীজ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) কে জিজ্ঞাসা করা হল, কোন উপার্জনটি সর্বোত্তম? তিনি বললেন, মানুষের নিজ হাতের উপার্জন ও প্রত্যেক সৎ ব্যবসা।
(হাদীসটি আহমাদ ও বাযযার বর্ণনা করেছেন। মাসউদী ব্যতীত এর সকল বর্ণনাকারীই সহীহ গ্রন্থের বর্ণনাকারীদের মত। মাসউদীর স্মৃতিভ্রম ঘটেছিল, এ জন্য তাঁর নির্ভরযোগ্যতার ব্যাপারে কথা উঠেছে। তবে অন্য হাদীসের সমর্থনে তাঁর বর্ণনা পেশ করাতে কোন দোষ নেই।)
(হাদীসটি আহমাদ ও বাযযার বর্ণনা করেছেন। মাসউদী ব্যতীত এর সকল বর্ণনাকারীই সহীহ গ্রন্থের বর্ণনাকারীদের মত। মাসউদীর স্মৃতিভ্রম ঘটেছিল, এ জন্য তাঁর নির্ভরযোগ্যতার ব্যাপারে কথা উঠেছে। তবে অন্য হাদীসের সমর্থনে তাঁর বর্ণনা পেশ করাতে কোন দোষ নেই।)
كتاب البيوع
كتاب الْبيُوع وَغَيرهَا 
التَّرْغِيب فِي الِاكْتِسَاب بِالْبيعِ وَغَيره
التَّرْغِيب فِي الِاكْتِسَاب بِالْبيعِ وَغَيره
2619- وَعَن رَافع بن خديج رَضِي الله عَنهُ قَالَ قيل يَا رَسُول الله أَي الْكسْب أطيب قَالَ عمل الرجل بِيَدِهِ وكل بيع مبرور
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَرِجَال إِسْنَاده رجال الصَّحِيح خلا المَسْعُودِيّ فَإِنَّهُ اخْتَلَط وَاخْتلف فِي الِاحْتِجَاج بِهِ وَلَا بَأْس بِهِ فِي المتابعات
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَرِجَال إِسْنَاده رجال الصَّحِيح خلا المَسْعُودِيّ فَإِنَّهُ اخْتَلَط وَاخْتلف فِي الِاحْتِجَاج بِهِ وَلَا بَأْس بِهِ فِي المتابعات

তাহকীক:
হাদীস নং: ২৬২০
 অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৬২০. হযরত কা'ব ইবন উজরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) এর পাশ দিয়ে এক ব্যক্তি পথ অতিক্রম করে গেল। সাহাবীগণ তার শক্তি ও উদ্যম দেখে বললেন, ইয়া রাসুলাল্লাহ! এ লোকটি যদি আল্লাহর পথে জিহাদে থাকত। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ এ যদি তার সন্তানদের জীবিকার জন্য বেরিয়ে থাকে, তাহলে সে আল্লাহর পথে জিহাদেই রয়েছে। সে যদি তার বৃদ্ধ পিতামাতার জন্য উপার্জনের উদ্দেশ্যে বেরিয়ে থাকে, তাহলে সে আল্লাহর পথে জিহাদে রয়েছে এবং সে যদি নিজেকে ভিক্ষাবৃত্তি থেকে বিরত রাখার উদ্দেশ্যে উপার্জনে বেরিয়ে থাকে, তাহলেও সে আল্লাহর পথে জিহাদে রয়েছে। আর যদি সে লোক দেখানো ও অহংকারের উদ্দেশ্যে বেরিয়ে থাকে, তাহলে সে শয়তানের পথে রয়েছে।
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ সহীহ গ্রন্থের বর্ণনাকারীদের মতই।)
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ সহীহ গ্রন্থের বর্ণনাকারীদের মতই।)
كتاب البيوع
كتاب الْبيُوع وَغَيرهَا 
التَّرْغِيب فِي الِاكْتِسَاب بِالْبيعِ وَغَيره
التَّرْغِيب فِي الِاكْتِسَاب بِالْبيعِ وَغَيره
2620- وَعَن كَعْب بن عجْرَة رَضِي الله عَنهُ قَالَ مر على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم رجل فَرَأى أَصْحَاب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من جلده ونشاطه فَقَالُوا يَا رَسُول الله لَو كَانَ هَذَا فِي سَبِيل الله فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن كَانَ خرج يسْعَى على وَلَده صغَارًا فَهُوَ فِي سَبِيل الله وَإِن كَانَ خرج يسْعَى على أبوين شيخين كبيرين فَهُوَ فِي سَبِيل الله وَإِن كَانَ خرج يسْعَى على نَفسه يعفها فَهُوَ فِي سَبِيل الله وَإِن كَانَ خرج يسْعَى رِيَاء ومفاخرة فَهُوَ فِي سَبِيل الشَّيْطَان
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرِجَاله رجال الصَّحِيح
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرِجَاله رجال الصَّحِيح

তাহকীক:
হাদীস নং: ২৬২১
 অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৬২১. হযরত ইবন উমর (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ নিশ্চয়ই আল্লাহ পেশাজীবি মুমিনকে ভাল বাসেন। 
(হাদীসটি তাবারানী 'কবীরে' এবং বায়হাকী বর্ণনা করেছেন।)
(হাদীসটি তাবারানী 'কবীরে' এবং বায়হাকী বর্ণনা করেছেন।)
كتاب البيوع
كتاب الْبيُوع وَغَيرهَا 
التَّرْغِيب فِي الِاكْتِسَاب بِالْبيعِ وَغَيره
التَّرْغِيب فِي الِاكْتِسَاب بِالْبيعِ وَغَيره
2621- وَرُوِيَ عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الله يحب الْمُؤمن المحترف
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالْبَيْهَقِيّ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالْبَيْهَقِيّ

তাহকীক:
হাদীস নং: ২৬২২
 অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৬২২. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি নিজ হাতে উপার্জন করে ক্লান্ত অবস্থায় সন্ধ্যায় উপনীত হল, সে ক্ষমাপ্রাপ্ত হয়ে সন্ধ্যা করল।
(হাদীসটি তাবারানী 'আওসাতে' বর্ণনা করেছেন। ইস্পাহানী এটি হযরত ইবন আব্বাস (রা)-এর হাদীসরূপে বর্ণনা করেছেন। এ অধ্যায়ের অনেক হাদীস ভিক্ষাবৃত্তি সংক্রান্ত অধ্যায়ে ইতিপূর্বেই এসে গিয়েছে। 'তাই এগুলোর পুণরোল্লেখের কোন প্রয়োজন নেই।)
(হাদীসটি তাবারানী 'আওসাতে' বর্ণনা করেছেন। ইস্পাহানী এটি হযরত ইবন আব্বাস (রা)-এর হাদীসরূপে বর্ণনা করেছেন। এ অধ্যায়ের অনেক হাদীস ভিক্ষাবৃত্তি সংক্রান্ত অধ্যায়ে ইতিপূর্বেই এসে গিয়েছে। 'তাই এগুলোর পুণরোল্লেখের কোন প্রয়োজন নেই।)
كتاب البيوع
كتاب الْبيُوع وَغَيرهَا 
التَّرْغِيب فِي الِاكْتِسَاب بِالْبيعِ وَغَيره
التَّرْغِيب فِي الِاكْتِسَاب بِالْبيعِ وَغَيره
2622- وَرُوِيَ عَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أَمْسَى كالا من عمل يَده أَمْسَى مغفورا لَهُ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط والأصبهاني من حَدِيث ابْن عَبَّاس وَتقدم من هَذَا الْبَاب غير مَا حَدِيث فِي الْمَسْأَلَة أغْنى عَن إِعَادَتهَا هُنَا
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط والأصبهاني من حَدِيث ابْن عَبَّاس وَتقدم من هَذَا الْبَاب غير مَا حَدِيث فِي الْمَسْأَلَة أغْنى عَن إِعَادَتهَا هُنَا

তাহকীক:
হাদীস নং: ২৬২৩
 অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
জীবিকা উপার্জন ইত্যাদিতে প্রত্যুষে গমনের প্রতি উৎসাহ দান এবং প্রভাত-নিদ্রা প্রসঙ্গ
২৬২৩. হযরত সাখর ইবন ওয়াদাআ গামিদী (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ হে আল্লাহ। আমার উম্মতের প্রত্যুষে তুমি বরকত প্রদান কর। আর রাসূলুল্লাহ (ﷺ) যখন কোন অভিযান অথবা সৈন্যদল প্রেরণ করতেন, তখন সকালবেলায় তাদেরকে প্রেরণ করতেন। সাখর নিজে একজন ব্যবসায়ী ছিলেন। তিনি ব্যবসা পণ্য সর্বদা সকালবেলা পাঠাতেন। ফলে তিনি প্রভূত সম্পদের অধিকারী হয়ে গিয়েছিলেন এবং তাঁর সম্পদের যথেষ্ট বিস্তৃতি ঘটেছিল।
(হাদীসটি আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবন মাজাহ এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান। আর এ হাদীসটি ব্যতীত নবী করীম (ﷺ) থেকে সাখর গামিদী কর্তৃক বর্ণিত অন্য কোন হাদীসের সন্ধান পাওয়া যায় না।
[শ্রুতি লিখিয়ে আব্দুল আযীম বলেনঃ উপরোল্লিখিত মুহাদ্দিসগণ সবাই এ হাদীসটি উমারা ইবন হাদীদ সূত্রে সাখর থেকে বর্ণনা করেছেন। উমারা ইবন হাদীদ হলেন বাজীলা গোত্রীয় একজন তাবিঈ। আবু হাতিম রাযীকে তাঁর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, লোকটি অজ্ঞাত পরিচয়। আবূ যুরআকে প্রশ্ন করা হলে বলেছিলেন, তাঁর কোন পরিচিত নেই। আবু উমর নুমারী বলেনঃ সাখর ইবন ওয়াদাআ গামিদ গোত্রীয়। আর গামিদ হচ্ছে, আয্দ-এর একটি শাখা। তিনি তায়েফে বসবাস করেছিলেন এবং তাঁকে হিজাযবাসীদের মধ্যে গণ্য করা হয়। উমারা ইবন হাদীদ তাঁর নিকট থেকে হাদীস বর্ণনা করেন। তবে উমারা নিজেই অজ্ঞাত রাবীদের অন্তর্ভুক্ত, ইয়ালা তায়েফী ছাড়া অন্য কেউ তাঁর থেকে হাদীস বর্ণনা করেননি। আমি সাখর-এর এ হাদীসটি ব্যতীত অন্য কোন হাদীসের সন্ধান পাইনি। হাদীসটি হলঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমার উম্মতের প্রত্যুষকালে বরকত প্রদান করা হয়েছে। এ শব্দমালায় বিভিন্ন জন রাসুলুল্লাহ (ﷺ) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। আবু উমর নুমারীর বক্তব্য শেষ।
শ্রুতি লিখিয়ে বলেন।। বিষয়টি তেমনই, যেমন আবু উমর বলেছেনঃ নবী করীম (ﷺ) থেকে একদল সাহাবী এ হাদীসটি বর্ণনা করেছেন। যাঁদের মধ্যে রয়েছেনঃ আলী, ইবন আব্বাস, ইবন মাসউদ, ইবন উমর, আবূ হুরায়রা, আনাস ইবন মালিক, আবদুল্লাহ ইবন সালাম, নওয়াস ইবন সাম'আন, ইমরান ইবন হুসায়ন, জাবির ইবন আবদুল্লাহ, (তাঁর কোন কোন সনদ খুবই উত্তম), নাবীত ইবন শারীত (তাঁর বর্ণনায় বৃহস্পতিবারের উল্লেখও রয়েছে), বুরায়দা, আউস ইবন আবদুল্লাহ, আয়েশা প্রমুখ সাহাবীগণ (রা)। অবশ্য এগুলোর অধিকাংশের সনদে আপত্তি রয়েছে, তবে কোন-কোনটি উত্তম। আমি এর সবগুলোকে একটি পুস্তিকায় একত্রিত করেছি এবং বিস্তারিত আলোচনাও করেছি।)
(হাদীসটি আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবন মাজাহ এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান। আর এ হাদীসটি ব্যতীত নবী করীম (ﷺ) থেকে সাখর গামিদী কর্তৃক বর্ণিত অন্য কোন হাদীসের সন্ধান পাওয়া যায় না।
[শ্রুতি লিখিয়ে আব্দুল আযীম বলেনঃ উপরোল্লিখিত মুহাদ্দিসগণ সবাই এ হাদীসটি উমারা ইবন হাদীদ সূত্রে সাখর থেকে বর্ণনা করেছেন। উমারা ইবন হাদীদ হলেন বাজীলা গোত্রীয় একজন তাবিঈ। আবু হাতিম রাযীকে তাঁর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, লোকটি অজ্ঞাত পরিচয়। আবূ যুরআকে প্রশ্ন করা হলে বলেছিলেন, তাঁর কোন পরিচিত নেই। আবু উমর নুমারী বলেনঃ সাখর ইবন ওয়াদাআ গামিদ গোত্রীয়। আর গামিদ হচ্ছে, আয্দ-এর একটি শাখা। তিনি তায়েফে বসবাস করেছিলেন এবং তাঁকে হিজাযবাসীদের মধ্যে গণ্য করা হয়। উমারা ইবন হাদীদ তাঁর নিকট থেকে হাদীস বর্ণনা করেন। তবে উমারা নিজেই অজ্ঞাত রাবীদের অন্তর্ভুক্ত, ইয়ালা তায়েফী ছাড়া অন্য কেউ তাঁর থেকে হাদীস বর্ণনা করেননি। আমি সাখর-এর এ হাদীসটি ব্যতীত অন্য কোন হাদীসের সন্ধান পাইনি। হাদীসটি হলঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমার উম্মতের প্রত্যুষকালে বরকত প্রদান করা হয়েছে। এ শব্দমালায় বিভিন্ন জন রাসুলুল্লাহ (ﷺ) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। আবু উমর নুমারীর বক্তব্য শেষ।
শ্রুতি লিখিয়ে বলেন।। বিষয়টি তেমনই, যেমন আবু উমর বলেছেনঃ নবী করীম (ﷺ) থেকে একদল সাহাবী এ হাদীসটি বর্ণনা করেছেন। যাঁদের মধ্যে রয়েছেনঃ আলী, ইবন আব্বাস, ইবন মাসউদ, ইবন উমর, আবূ হুরায়রা, আনাস ইবন মালিক, আবদুল্লাহ ইবন সালাম, নওয়াস ইবন সাম'আন, ইমরান ইবন হুসায়ন, জাবির ইবন আবদুল্লাহ, (তাঁর কোন কোন সনদ খুবই উত্তম), নাবীত ইবন শারীত (তাঁর বর্ণনায় বৃহস্পতিবারের উল্লেখও রয়েছে), বুরায়দা, আউস ইবন আবদুল্লাহ, আয়েশা প্রমুখ সাহাবীগণ (রা)। অবশ্য এগুলোর অধিকাংশের সনদে আপত্তি রয়েছে, তবে কোন-কোনটি উত্তম। আমি এর সবগুলোকে একটি পুস্তিকায় একত্রিত করেছি এবং বিস্তারিত আলোচনাও করেছি।)
كتاب البيوع
التَّرْغِيب فِي البكور فِي طلب الرزق وَغَيره وَمَا جَاءَ فِي نوم الصبحة
2623- عَن صَخْر بن ودَاعَة الغامدي الصَّحَابِيّ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ اللَّهُمَّ بَارك لامتي فِي بكورها وَكَانَ إِذا بعث سَرِيَّة أَو جَيْشًا بَعثهمْ من أول النَّهَار وَكَانَ صَخْر تَاجِرًا فَكَانَ يبْعَث تِجَارَته من أول النَّهَار فأثرى وَكثر مَاله
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن وَلَا يعرف لصخر الغامدي عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم غير هَذَا الحَدِيث
قَالَ المملي عبد الْعَظِيم رَوَوْهُ كلهم عَن عمَارَة بن حَدِيد عَن صَخْر وَعمارَة بن حَدِيد بجلي سُئِلَ عَنهُ أَبُو حَاتِم الرَّازِيّ فَقَالَ مَجْهُول وَسُئِلَ عَنهُ أَبُو زرْعَة فَقَالَ لَا يعرف وَقَالَ أَبُو عمر النمري صَخْر بن ودَاعَة الغامدي وغامد فِي الأزد سكن الطَّائِف
وَهُوَ مَعْدُود فِي أهل الْحجاز روى عَنهُ عمَارَة بن حَدِيد وَهُوَ مَجْهُول لم يرو عَنهُ غير يعلى الطَّائِفِي وَلَا أعرف لصخر غير حَدِيث بورك لأمتي فِي بكورها وَهُوَ لفظ رَوَاهُ جمَاعَة عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم انْتهى كَلَامه
قَالَ المملي رَحمَه الله وَهُوَ كَمَا قَالَ أَبُو عمر قد رَوَاهُ جمَاعَة من الصَّحَابَة عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم مِنْهُم عَليّ وَابْن عَبَّاس وَابْن مَسْعُود وَابْن عمر وَأَبُو هُرَيْرَة وَأنس بن مَالك وَعبد الله بن سَلام والنواس بن سمْعَان وَعمْرَان بن حُصَيْن وَجَابِر بن عبد الله وَبَعض أسانيده جيد ونبيط بن شريط وَزَاد فِي حَدِيثه يَوْم خميسها وَبُرَيْدَة وَأَوْس بن عبد الله وَعَائِشَة وَغَيرهم من الصَّحَابَة رَضِي الله عَنْهُم أَجْمَعِينَ وَفِي كثير من أسانيدها مقَال وَبَعضهَا حسن وَقد جمعتها فِي جُزْء وَبسطت الْكَلَام عَلَيْهَا
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن وَلَا يعرف لصخر الغامدي عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم غير هَذَا الحَدِيث
قَالَ المملي عبد الْعَظِيم رَوَوْهُ كلهم عَن عمَارَة بن حَدِيد عَن صَخْر وَعمارَة بن حَدِيد بجلي سُئِلَ عَنهُ أَبُو حَاتِم الرَّازِيّ فَقَالَ مَجْهُول وَسُئِلَ عَنهُ أَبُو زرْعَة فَقَالَ لَا يعرف وَقَالَ أَبُو عمر النمري صَخْر بن ودَاعَة الغامدي وغامد فِي الأزد سكن الطَّائِف
وَهُوَ مَعْدُود فِي أهل الْحجاز روى عَنهُ عمَارَة بن حَدِيد وَهُوَ مَجْهُول لم يرو عَنهُ غير يعلى الطَّائِفِي وَلَا أعرف لصخر غير حَدِيث بورك لأمتي فِي بكورها وَهُوَ لفظ رَوَاهُ جمَاعَة عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم انْتهى كَلَامه
قَالَ المملي رَحمَه الله وَهُوَ كَمَا قَالَ أَبُو عمر قد رَوَاهُ جمَاعَة من الصَّحَابَة عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم مِنْهُم عَليّ وَابْن عَبَّاس وَابْن مَسْعُود وَابْن عمر وَأَبُو هُرَيْرَة وَأنس بن مَالك وَعبد الله بن سَلام والنواس بن سمْعَان وَعمْرَان بن حُصَيْن وَجَابِر بن عبد الله وَبَعض أسانيده جيد ونبيط بن شريط وَزَاد فِي حَدِيثه يَوْم خميسها وَبُرَيْدَة وَأَوْس بن عبد الله وَعَائِشَة وَغَيرهم من الصَّحَابَة رَضِي الله عَنْهُم أَجْمَعِينَ وَفِي كثير من أسانيدها مقَال وَبَعضهَا حسن وَقد جمعتها فِي جُزْء وَبسطت الْكَلَام عَلَيْهَا

তাহকীক:
হাদীস নং: ২৬২৪
 অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
জীবিকা উপার্জন ইত্যাদিতে প্রত্যুষে গমনের প্রতি উৎসাহ দান এবং প্রভাত-নিদ্রা প্রসঙ্গ
২৬২৪. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমরা জীবিকার সন্ধানে প্রত্যুষে বেরিয়ে পড়। কেননা সকালবেলার সাধনা বরকত ও সাফল্য বয়ে আনে।
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন। তাবারানীও এটি তাঁর 'আওসাতে' বর্ণনা করেন।)
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন। তাবারানীও এটি তাঁর 'আওসাতে' বর্ণনা করেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي البكور فِي طلب الرزق وَغَيره وَمَا جَاءَ فِي نوم الصبحة
2624- وَرُوِيَ عَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم باكروا الغدو فِي طلب الرزق فَإِن الغدو بركَة ونجاح
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط

তাহকীক:
হাদীস নং: ২৬২৫
 অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
জীবিকা উপার্জন ইত্যাদিতে প্রত্যুষে গমনের প্রতি উৎসাহ দান এবং প্রভাত-নিদ্রা প্রসঙ্গ
২৬২৫. হযরত উসমান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ প্রভাত-নিদ্রা রিযিক ফিরিয়ে রাখে।
(হাদীসটি আহমদ, বায়হাকী প্রমুখ বর্ণনা করেছেন। ইবন আদী তাঁর 'কামিল' নামক গ্রন্থে এ দু'টি সূত্রেরই সমালোচনা করেছেন। আসলেও হাদীসটি বাহ্যতই মুনকার।)
(হাদীসটি আহমদ, বায়হাকী প্রমুখ বর্ণনা করেছেন। ইবন আদী তাঁর 'কামিল' নামক গ্রন্থে এ দু'টি সূত্রেরই সমালোচনা করেছেন। আসলেও হাদীসটি বাহ্যতই মুনকার।)
كتاب البيوع
التَّرْغِيب فِي البكور فِي طلب الرزق وَغَيره وَمَا جَاءَ فِي نوم الصبحة
2625- وَرُوِيَ عَن عُثْمَان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم نوم الصبحة يمْنَع الرزق
رَوَاهُ أَحْمد وَالْبَيْهَقِيّ وَغَيرهمَا وأوردهما ابْن عدي فِي الْكَامِل وَهُوَ ظَاهر النكارة
رَوَاهُ أَحْمد وَالْبَيْهَقِيّ وَغَيرهمَا وأوردهما ابْن عدي فِي الْكَامِل وَهُوَ ظَاهر النكارة

তাহকীক:
হাদীস নং: ২৬২৬
 অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
জীবিকা উপার্জন ইত্যাদিতে প্রত্যুষে গমনের প্রতি উৎসাহ দান এবং প্রভাত-নিদ্রা প্রসঙ্গ
২৬২৬. নবী কন্যা হযরত ফাতিমা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ (ﷺ) সকালবেলা আমার নিকট দিয়ে অতিক্রম করলেন। তখন আমি প্রভাত-নিদ্রায় শায়িত ছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর পা দিয়ে- আমাকে খোঁচা দিয়ে বললেনঃ হে কন্যা! উঠ, তোমার প্রভুর রিযিক বন্টনের সময় তুমি উপস্থিত থাক। আর গাফিলদের অন্তর্ভুক্ত হয়ো না। মহান আল্লাহ সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত সময়ের মধ্যে মানুষের রিযিক বণ্টন করে থাকেন। 
(হাদীসটি বায়হাকী বর্ণনা করেছেন।)
(হাদীসটি বায়হাকী বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي البكور فِي طلب الرزق وَغَيره وَمَا جَاءَ فِي نوم الصبحة
2626- وَرُوِيَ عَن فَاطِمَة بنت مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَرَضي الله عَنْهَا قَالَت مر بِي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَأَنا مُضْطَجِعَة متصبحة فحركني بِرجلِهِ ثمَّ قَالَ يَا بنية قومِي اشهدي رزق رَبك وَلَا تَكُونِي من الغافلين فَإِن الله عز وَجل يقسم أرزاق النَّاس مَا بَين طُلُوع الْفجْر إِلَى طُلُوع الشَّمْس
رَوَاهُ الْبَيْهَقِيّ
رَوَاهُ الْبَيْهَقِيّ

তাহকীক:
হাদীস নং: ২৬২৭
 অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
জীবিকা উপার্জন ইত্যাদিতে প্রত্যুষে গমনের প্রতি উৎসাহ দান এবং প্রভাত-নিদ্রা প্রসঙ্গ
২৬২৭. বায়হাকী এ হাদীসটি হযরত আলী (রা) থেকেও বর্ণনা করেছেন। তিনি বলেন, একদিন ফজরের নামাযের পর রাসূলুল্লাহ (ﷺ) ফাতিমার কাছে গেলেন। ফাতিমা তখন নিদ্রামগ্ন ছিল। তারপর উপরের হাদীসের মর্মানুরূপ বর্ণনা করলেন।
كتاب البيوع
التَّرْغِيب فِي البكور فِي طلب الرزق وَغَيره وَمَا جَاءَ فِي نوم الصبحة
2627- وَرَوَاهُ أَيْضا عَن عَليّ رَضِي الله عَنهُ قَالَ دخل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم على فَاطِمَة بعد أَن صلى الصُّبْح وَهِي نَائِمَة فَذكره بِمَعْنَاهُ

তাহকীক:
হাদীস নং: ২৬২৮
 অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
জীবিকা উপার্জন ইত্যাদিতে প্রত্যুষে গমনের প্রতি উৎসাহ দান এবং প্রভাত-নিদ্রা প্রসঙ্গ
২৬২৮. ইবন মাজাহ হযরত আলী (রা) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সূর্যোদয়ের পূর্বে নিদ্রা যেতে নিষেধ করেছেন।
كتاب البيوع
التَّرْغِيب فِي البكور فِي طلب الرزق وَغَيره وَمَا جَاءَ فِي نوم الصبحة
2628- وروى ابْن مَاجَه من حَدِيث عَليّ قَالَ نهى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن النّوم قبل طُلُوع الشَّمْس

তাহকীক:
হাদীস নং: ২৬২৯
 অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
বাজার এবং গাফলতের স্থানসমূহে মহান আল্লাহর যিক্র করার প্রতি উৎসাহ দান
২৬২৯. হযরত উমর ইবনুল খাত্তাব (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি বাজারে গিয়ে এ দু'আটি পাঠ করলঃ "লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, লা-শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ী ওয়া ইয়ুমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামূতু বিয়াদিহিল খায়র, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর।" আল্লাহ তার জন্য দশ লক্ষ নেকী লিখে দিবেন, দশ লক্ষ গুনাহ মিটিয়ে দিবেন এবং দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি করে দিবেন।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি গরীব হাদীস।
[শ্রুতি লিখিয়ে বলেন। হাদীসটির সনদ মুত্তাসিল ও উত্তম, এর বর্ণনাকারীগণ বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য। অবশ্য আযহার ইবন সিনান নামক রাবীর ব্যাপারে অনেকের আপত্তি রয়েছে। ইবন আদী বলেন, আমি তাঁর হাদীস গ্রহণে কোন দোষ দেখি না। তিরমিযীর অপর এক বর্ণনায় দশ লক্ষ মর্যাদা বৃদ্ধির স্থলে "আল্লাহ্ জান্নাতে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করে দিবেন" কথাটি উল্লেখ করা হয়েছে। আর এ শব্দমালায় হাদীসটি ইবন মাজাহ, ইবন আবুদ-দুনিয়া এবং হাকিমও বর্ণনা করেছেন। হাকিম একে সহীহ বলে মন্তব্য করেছেন। তাঁরা সবাই হাদীসটি আমর ইবন দীনার (যিনি যুবায়র-এর বংশের খাজাঞ্চী ছিলেন) সূত্রে সালিম ইবন আবদুল্লাহ সূত্রে, তিনি আবদুল্লাহ থেকে আর আবদুল্লাহ তাঁর পিতা উমর থেকে বর্ণনা করেছেন। হাকিম এ হাদীসটি আবদুল্লাহ ইবন উমর থেকেও মারফুরণে বর্ণনা করেছেন এবং সহীহ বলে মন্তব্যও করেছেন। তবে এ সূত্রে মারযুক ইবন মারমুবান নামে একজন রাবী রয়েছেন, যাঁর সমালোচনা এ কিতাবেই পরে আসছে।)
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি গরীব হাদীস।
[শ্রুতি লিখিয়ে বলেন। হাদীসটির সনদ মুত্তাসিল ও উত্তম, এর বর্ণনাকারীগণ বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য। অবশ্য আযহার ইবন সিনান নামক রাবীর ব্যাপারে অনেকের আপত্তি রয়েছে। ইবন আদী বলেন, আমি তাঁর হাদীস গ্রহণে কোন দোষ দেখি না। তিরমিযীর অপর এক বর্ণনায় দশ লক্ষ মর্যাদা বৃদ্ধির স্থলে "আল্লাহ্ জান্নাতে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করে দিবেন" কথাটি উল্লেখ করা হয়েছে। আর এ শব্দমালায় হাদীসটি ইবন মাজাহ, ইবন আবুদ-দুনিয়া এবং হাকিমও বর্ণনা করেছেন। হাকিম একে সহীহ বলে মন্তব্য করেছেন। তাঁরা সবাই হাদীসটি আমর ইবন দীনার (যিনি যুবায়র-এর বংশের খাজাঞ্চী ছিলেন) সূত্রে সালিম ইবন আবদুল্লাহ সূত্রে, তিনি আবদুল্লাহ থেকে আর আবদুল্লাহ তাঁর পিতা উমর থেকে বর্ণনা করেছেন। হাকিম এ হাদীসটি আবদুল্লাহ ইবন উমর থেকেও মারফুরণে বর্ণনা করেছেন এবং সহীহ বলে মন্তব্যও করেছেন। তবে এ সূত্রে মারযুক ইবন মারমুবান নামে একজন রাবী রয়েছেন, যাঁর সমালোচনা এ কিতাবেই পরে আসছে।)
كتاب البيوع
التَّرْغِيب فِي ذكر الله تَعَالَى فِي الْأَسْوَاق ومواطن الْغَفْلَة
2629- عَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من دخل السُّوق فَقَالَ لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ لَهُ الْملك وَله الْحَمد يحيي وَيُمِيت وَهُوَ حَيّ لَا يَمُوت بِيَدِهِ الْخَيْر وَهُوَ على كل شَيْء قدير
كتب الله لَهُ ألف ألف حَسَنَة ومحا عَنهُ ألف ألف سَيِّئَة وَرفع لَهُ ألف ألف دَرَجَة
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب
قَالَ المملي وَإِسْنَاده مُتَّصِل حسن وَرُوَاته ثِقَات أثبات وَفِي أَزْهَر بن سِنَان خلاف وَقَالَ ابْن عدي أَرْجُو أَنه لَا بَأْس بِهِ وَقَالَ التِّرْمِذِيّ فِي رِوَايَة لَهُ مَكَان وَرفع لَهُ ألف ألف دَرَجَة وَبنى لَهُ بَيْتا فِي الْجنَّة
وَرَوَاهُ بِهَذَا اللَّفْظ ابْن مَاجَه وَابْن أبي الدُّنْيَا وَالْحَاكِم وَصَححهُ كلهم من رِوَايَة عَمْرو بن دِينَار قهرمان آل الزبير عَن سَالم بن عبد الله عَن أَبِيه عَن جده وَرَوَاهُ الْحَاكِم أَيْضا من حَدِيث عبد الله بن عمر مَرْفُوعا أَيْضا وَقَالَ صَحِيح الْإِسْنَاد كَذَا قَالَ وَفِي إِسْنَاده مَرْزُوق بن الْمَرْزُبَان يَأْتِي الْكَلَام عَلَيْهِ
كتب الله لَهُ ألف ألف حَسَنَة ومحا عَنهُ ألف ألف سَيِّئَة وَرفع لَهُ ألف ألف دَرَجَة
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب
قَالَ المملي وَإِسْنَاده مُتَّصِل حسن وَرُوَاته ثِقَات أثبات وَفِي أَزْهَر بن سِنَان خلاف وَقَالَ ابْن عدي أَرْجُو أَنه لَا بَأْس بِهِ وَقَالَ التِّرْمِذِيّ فِي رِوَايَة لَهُ مَكَان وَرفع لَهُ ألف ألف دَرَجَة وَبنى لَهُ بَيْتا فِي الْجنَّة
وَرَوَاهُ بِهَذَا اللَّفْظ ابْن مَاجَه وَابْن أبي الدُّنْيَا وَالْحَاكِم وَصَححهُ كلهم من رِوَايَة عَمْرو بن دِينَار قهرمان آل الزبير عَن سَالم بن عبد الله عَن أَبِيه عَن جده وَرَوَاهُ الْحَاكِم أَيْضا من حَدِيث عبد الله بن عمر مَرْفُوعا أَيْضا وَقَالَ صَحِيح الْإِسْنَاد كَذَا قَالَ وَفِي إِسْنَاده مَرْزُوق بن الْمَرْزُبَان يَأْتِي الْكَلَام عَلَيْهِ

তাহকীক:
হাদীস নং: ২৬৩০
 অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
বাজার এবং গাফলতের স্থানসমূহে মহান আল্লাহর যিক্র করার প্রতি উৎসাহ দান
২৬৩০. হযরত আবূ কিলাবা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদিন দু'ব্যক্তি বাজারে পরস্পরে সাক্ষাৎ করল। তাদের একজন অপরজনকে বলল, এস, মানুষের এই গাফলত এবং ব্যস্ততার সময় আমরা আল্লাহর নিকট ইস্তিগফার করি। তারপর সে ব্যক্তি তাই করল। কিছুদিন পর তাদের একজন মারা গেলে অপরজন তাকে স্বপ্নে দেখল। লোকটি বলছিলঃ আমার দৃঢ় বিশ্বাস যে, যেদিন বিকালে আমরা বাজারে পরস্পর মিলিত হয়েছিলাম, সে দিনই আল্লাহ আমাদের ক্ষমা করে দিয়েছিলেন।
(হাদীসটি ইবন আবুদ-দুনিয়া প্রমুখ বর্ণনা করেছেন।)
(হাদীসটি ইবন আবুদ-দুনিয়া প্রমুখ বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي ذكر الله تَعَالَى فِي الْأَسْوَاق ومواطن الْغَفْلَة
2630- وَعَن أبي قلَابَة رَضِي الله عَنهُ قَالَ التقى رجلَانِ فِي السُّوق فَقَالَ أَحدهمَا للْآخر تعال نَسْتَغْفِر الله فِي غَفلَة النَّاس فَفعل فَمَاتَ أَحدهمَا فَلَقِيَهُ الآخر فِي النّوم فَقَالَ علمت أَن الله غفر لنا عَشِيَّة الْتَقَيْنَا فِي السُّوق
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَغَيره
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَغَيره

তাহকীক:
হাদীস নং: ২৬৩১
 অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
বাজার এবং গাফলতের স্থানসমূহে মহান আল্লাহর যিক্র করার প্রতি উৎসাহ দান
২৬৩১. ইয়াহইয়া ইবন আবু কাসীর (র) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এক ব্যক্তিকে বলেছিলেনঃ তুমি আল্লাহর ইবাদতকারী ও নামাযী হিসেবে গণ্য হবে, যে পর্যন্ত তুমি দাঁড়িয়ে অথবা বসে অথবা বাজারে অথবা তোমার মজলিসে আল্লাহকে স্মরণ করবে।
(হাদীসটি বায়হাকী মুরসাল পদ্ধতিতে বর্ণনা করেছেন এবং এতে সমালোচনারও অবকাশ রয়েছে।)
(হাদীসটি বায়হাকী মুরসাল পদ্ধতিতে বর্ণনা করেছেন এবং এতে সমালোচনারও অবকাশ রয়েছে।)
كتاب البيوع
التَّرْغِيب فِي ذكر الله تَعَالَى فِي الْأَسْوَاق ومواطن الْغَفْلَة
2631- وَعَن يحيى بن أبي كثير رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لرجل لَا تزَال مُصَليا قَانِتًا مَا ذكرت الله قَائِما أَو قَاعِدا أَو فِي سوقك أَو فِي ناديك
رَوَاهُ الْبَيْهَقِيّ مُرْسلا وَفِيه كَلَام
رَوَاهُ الْبَيْهَقِيّ مُرْسلا وَفِيه كَلَام

তাহকীক: