আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
২৪. অধ্যায়ঃ জানাযা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
হাদীস নং: ৫১৬০
 অধ্যায়ঃ জানাযা
অধ্যায়: জানাযা ও তার পূর্ববর্তী বিষয়াদির বর্ণনা।
ক্ষমা ও নিরাপত্তা কামনার প্রতি উৎসাহ প্রদান
ক্ষমা ও নিরাপত্তা কামনার প্রতি উৎসাহ প্রদান
৫১৬০. হযরত আনাস (রা) থেকে বর্ণিত আছে যে, এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এসে প্রশ্ন করল, ইয়া রাসূলাল্লাহ্। সর্বোত্তম দু'আ কি? তিনি বললেন, তুমি তোমার প্রতিপালকের কাছে দুনিয়াও আখিরাতের সুস্বাস্থ্য ও নিরাপত্তা কামনা করবে। তারপর লোকটি দ্বিতীয় দিন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে এসে জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ্। সর্বোত্তম দু'আ কি? রাসূলুল্লাহ্ (ﷺ) তাকে পূর্বের মতই উত্তর দিলেন। এরপর লোকটি তৃতীয় দিন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে এসে অনুরূপ প্রশ্ন করল। উত্তরে তিনি বললেন: যদি তুমি দুনিয়ায় নিরাপত্তা লাভ করে থাক এবং আখিরাতে নিরাপত্তা লাভ করে থাক, তবে তা তুমি সফলকাম।
(তিরমিযী ও ইব্ন আবিদ দুনিয়া উত্তরে সালমা ইবন ওয়ারদান সূত্রে আনাস (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ তিরমিযী বর্ণিত। তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান।)
(তিরমিযী ও ইব্ন আবিদ দুনিয়া উত্তরে সালমা ইবন ওয়ারদান সূত্রে আনাস (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ তিরমিযী বর্ণিত। তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান।)
كتاب الجنائز
كتاب الْجَنَائِز وَمَا يتقدمها
التَّرْغِيب فِي سُؤال الْعَفو والعافية
التَّرْغِيب فِي سُؤال الْعَفو والعافية
5160- عَن أنس رَضِي الله عَنهُ أَن رجلا جَاءَ إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله أَي الدُّعَاء أفضل قَالَ سل رَبك الْعَافِيَة والمعافاة فِي الدُّنْيَا وَالْآخِرَة ثمَّ أَتَاهُ فِي الْيَوْم الثَّانِي فَقَالَ يَا رَسُول الله أَي الدُّعَاء أفضل فَقَالَ لَهُ مثل ذَلِك ثمَّ أَتَاهُ فِي الْيَوْم الثَّالِث فَقَالَ لَهُ مثل ذَلِك قَالَ فَإِذا أَعْطَيْت الْعَافِيَة فِي الدُّنْيَا وأعطيتها فِي الْآخِرَة فقد أفلحت
رَوَاهُ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَابْن أبي الدُّنْيَا كِلَاهُمَا من حَدِيث سَلمَة بن وردان عَن أنس وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن
رَوَاهُ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَابْن أبي الدُّنْيَا كِلَاهُمَا من حَدِيث سَلمَة بن وردان عَن أنس وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن

তাহকীক:
হাদীস নং: ৫১৬১
 অধ্যায়ঃ জানাযা
অধ্যায়: জানাযা ও তার পূর্ববর্তী বিষয়াদির বর্ণনা।
ক্ষমা ও নিরাপত্তা কামনার প্রতি উৎসাহ প্রদান
ক্ষমা ও নিরাপত্তা কামনার প্রতি উৎসাহ প্রদান
৫১৬১. হযরত আবু বকর (রা) থেকে বর্ণিত। একদা তিনি মিম্বরের উপর দাঁড়িয়ে কেঁদে দিলেন। অতঃপর বললেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের সামনে প্রথম বছর মিম্বরের উপর দাঁড়িয়ে কেঁদেছিলেন। তারপর বলেছিলেন, তোমরা আল্লাহর কাছে মার্জনা ও সুস্বাস্থ্য প্রার্থনা করবে। কেননা, ঈমানের পর সুস্বাস্থ্যের চাইতে উত্তম কিছু কাউকে দেয়া হয়নি।
(তিরমিযী (র) আব্দুল্লাহ্ ইবন মুহাম্মদ ইব্ন আকীল সূত্রে হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান গরীব। নাসাঈ (র) হাদীসটি বিভিন্ন সনদে বিভিন্ন সাহাবী থেকে বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি সনদ সহীহ্।)
(তিরমিযী (র) আব্দুল্লাহ্ ইবন মুহাম্মদ ইব্ন আকীল সূত্রে হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান গরীব। নাসাঈ (র) হাদীসটি বিভিন্ন সনদে বিভিন্ন সাহাবী থেকে বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি সনদ সহীহ্।)
كتاب الجنائز
كتاب الْجَنَائِز وَمَا يتقدمها
التَّرْغِيب فِي سُؤال الْعَفو والعافية
التَّرْغِيب فِي سُؤال الْعَفو والعافية
5161- وَعَن أبي بكرَة رَضِي الله عَنهُ أَنه قَامَ على الْمِنْبَر ثمَّ بَكَى فَقَالَ قَامَ فِينَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَام أول على الْمِنْبَر ثمَّ بَكَى فَقَالَ سلوا الله الْعَفو والعافية فَإِن أحدا لم يُعْط بعد الْيَقِين خيرا من الْعَافِيَة
رَوَاهُ التِّرْمِذِيّ من رِوَايَة عبد الله بن مُحَمَّد بن عقيل وَقَالَ حَدِيث حسن غَرِيب وَرَوَاهُ النَّسَائِيّ من طرق وَعَن جمَاعَة من الصَّحَابَة وَأحد أسانيده صَحِيح
رَوَاهُ التِّرْمِذِيّ من رِوَايَة عبد الله بن مُحَمَّد بن عقيل وَقَالَ حَدِيث حسن غَرِيب وَرَوَاهُ النَّسَائِيّ من طرق وَعَن جمَاعَة من الصَّحَابَة وَأحد أسانيده صَحِيح

তাহকীক:
হাদীস নং: ৫১৬২
 অধ্যায়ঃ জানাযা
অধ্যায়: জানাযা ও তার পূর্ববর্তী বিষয়াদির বর্ণনা।
ক্ষমা ও নিরাপত্তা কামনার প্রতি উৎসাহ প্রদান
ক্ষমা ও নিরাপত্তা কামনার প্রতি উৎসাহ প্রদান
৫১৬২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বান্দা যে সব দু'আ করে তন্মধ্যে এর চেয়ে উত্তম দু'আ নেই : اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ الْعَفو والعافية "হে আল্লাহ্! আমি তোমার কাছে মার্জনা ও সুস্বাস্থ্য প্রার্থনা করছি।"
كتاب الجنائز
كتاب الْجَنَائِز وَمَا يتقدمها
التَّرْغِيب فِي سُؤال الْعَفو والعافية
التَّرْغِيب فِي سُؤال الْعَفو والعافية
5162- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من دَعْوَة يَدْعُو بهَا العَبْد أفضل من اللَّهُمَّ إِنِّي أَسأَلك الْعَفو والعافية

তাহকীক:
হাদীস নং: ৫১৬৩
 অধ্যায়ঃ জানাযা
অধ্যায়: জানাযা ও তার পূর্ববর্তী বিষয়াদির বর্ণনা।
ক্ষমা ও নিরাপত্তা কামনার প্রতি উৎসাহ প্রদান
ক্ষমা ও নিরাপত্তা কামনার প্রতি উৎসাহ প্রদান
৫১৬৩. অপর এক রিওয়ায়েতে আছে, হে আল্লাহ্। আমি তোমার কাছে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা প্রার্থনা করছি।
(ইবন মাজাহ (র) উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন মাজাহ (র) উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
كتاب الْجَنَائِز وَمَا يتقدمها
التَّرْغِيب فِي سُؤال الْعَفو والعافية
التَّرْغِيب فِي سُؤال الْعَفو والعافية
5163- وَفِي رِوَايَة اللَّهُمَّ إِنِّي أَسأَلك المعافاة فِي الدُّنْيَا وَالْآخِرَة
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد جيد
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد جيد

তাহকীক:
হাদীস নং: ৫১৬৪
 অধ্যায়ঃ জানাযা
অধ্যায়: জানাযা ও তার পূর্ববর্তী বিষয়াদির বর্ণনা।
ক্ষমা ও নিরাপত্তা কামনার প্রতি উৎসাহ প্রদান
ক্ষমা ও নিরাপত্তা কামনার প্রতি উৎসাহ প্রদান
৫১৬৪. হযরত আবু মালিক আশজাঈ (র)-এর সূত্রে তাঁর পিতা থেকে বর্ণিত আছে যে, এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ্(ﷺ)। আমি যখন আমার প্রতিপালকের কাছে দু'আ করব তখন কিভাবে বলব? তিনি বললেন; তুমি বলবে "হে আল্লাহ! তুমি আমাকে মার্জনা কর, আমার প্রতি দয়া কর, আমাকে সুস্বাস্থ্য দান কর এবং আমাকে রিযিক দান কর।" এ বলে তিনি বৃদ্ধাঙ্গুলি ব্যতীত তাঁর অন্যান্য আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ করেন (এবং বলেনঃ) এ শব্দগুলো তোমার জন্য তোমার দুনিয়াও আখিরাতের কল্যাণ একত্রিত করে। 
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
كتاب الْجَنَائِز وَمَا يتقدمها
التَّرْغِيب فِي سُؤال الْعَفو والعافية
التَّرْغِيب فِي سُؤال الْعَفو والعافية
5164- وَعَن أبي مَالك الْأَشْجَعِيّ عَن أَبِيه أَن رجلا أَتَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله
كَيفَ أَقُول حِين أسأَل رَبِّي قَالَ قل اللَّهُمَّ اغْفِر لي وارحمني وَعَافنِي وارزقني وَيجمع أَصَابِعه إِلَّا الْإِبْهَام فَإِن هَؤُلَاءِ تجمع لَك دنياك وآخرتك
رَوَاهُ مُسلم
كَيفَ أَقُول حِين أسأَل رَبِّي قَالَ قل اللَّهُمَّ اغْفِر لي وارحمني وَعَافنِي وارزقني وَيجمع أَصَابِعه إِلَّا الْإِبْهَام فَإِن هَؤُلَاءِ تجمع لَك دنياك وآخرتك
رَوَاهُ مُسلم

তাহকীক:
হাদীস নং: ৫১৬৫
 অধ্যায়ঃ জানাযা
অধ্যায়: জানাযা ও তার পূর্ববর্তী বিষয়াদির বর্ণনা।
ক্ষমা ও নিরাপত্তা কামনার প্রতি উৎসাহ প্রদান
ক্ষমা ও নিরাপত্তা কামনার প্রতি উৎসাহ প্রদান
৫১৬৫. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, হে আব্বাস। হে নবী (ﷺ)-এর চাচা। অধিকহারে সুস্বাস্থ্যের দু'আ করুন। 
(ইবন আবিদ-দুনিয়া ও হাকিম (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটি বুখারীর শর্ত অনুযায়ী সহীহ্।)
(ইবন আবিদ-দুনিয়া ও হাকিম (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটি বুখারীর শর্ত অনুযায়ী সহীহ্।)
كتاب الجنائز
كتاب الْجَنَائِز وَمَا يتقدمها
التَّرْغِيب فِي سُؤال الْعَفو والعافية
التَّرْغِيب فِي سُؤال الْعَفو والعافية
5165- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَا عَبَّاس يَا عَم النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَكثر من الدُّعَاء بالعافية
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط البُخَارِيّ
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط البُخَارِيّ

তাহকীক:
হাদীস নং: ৫১৬৬
 অধ্যায়ঃ জানাযা
অধ্যায়: জানাযা ও তার পূর্ববর্তী বিষয়াদির বর্ণনা।
ক্ষমা ও নিরাপত্তা কামনার প্রতি উৎসাহ প্রদান
ক্ষমা ও নিরাপত্তা কামনার প্রতি উৎসাহ প্রদান
৫১৬৬. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, আযান ও ইকামতের মধ্যবর্তী দু'আ প্রত্যাখ্যাত হয় না। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসুলাল্লাহ(ﷺ)। তবে আমরা কি বলব?" তিনি বললেন, তোমরা আল্লাহর কাছে দুনিয়াও আখিরাতের নিরাপত্তা প্রার্থনা করবে। 
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান।)
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান।)
كتاب الجنائز
كتاب الْجَنَائِز وَمَا يتقدمها
التَّرْغِيب فِي سُؤال الْعَفو والعافية
التَّرْغِيب فِي سُؤال الْعَفو والعافية
5166- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الدُّعَاء لَا يرد بَين الْأَذَان وَالْإِقَامَة
قَالُوا فَمَاذَا نقُول يَا رَسُول الله قَالَ سلوا الله الْعَافِيَة فِي الدُّنْيَا وَالْآخِرَة
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
قَالُوا فَمَاذَا نقُول يَا رَسُول الله قَالَ سلوا الله الْعَافِيَة فِي الدُّنْيَا وَالْآخِرَة
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن

তাহকীক:
হাদীস নং: ৫১৬৭
 অধ্যায়ঃ জানাযা
অধ্যায়: জানাযা ও তার পূর্ববর্তী বিষয়াদির বর্ণনা।
ক্ষমা ও নিরাপত্তা কামনার প্রতি উৎসাহ প্রদান
ক্ষমা ও নিরাপত্তা কামনার প্রতি উৎসাহ প্রদান
৫১৬৭. হযরত ইবন উমার (রা)-সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর কাছে সুস্বাস্থ্যের চাইতে তাঁর প্রিয়তর কোন কিছুর প্রার্থনা করা হয়নি।
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি গারীব। ইব্ন আবিদ-দুনিয়া ও হাকিম (র) অপর এক হাদীসের অংশ বিশেষরূপে উপরিউক্ত হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, এর সনদ সহীহ।
[হাফিয (র) বলেনঃ] তাঁরা সকলেই আব্দুর রহমান ইবন আবু বকর মালীকীর সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি মূসা ইবন উকবার সূত্রে নাফি'-এর মধ্যস্থতায় ইবন উমর (রা) থেকে হাদীস বর্ণনার ক্ষেত্রে নির্ভরযোগ্য নন।)
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি গারীব। ইব্ন আবিদ-দুনিয়া ও হাকিম (র) অপর এক হাদীসের অংশ বিশেষরূপে উপরিউক্ত হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, এর সনদ সহীহ।
[হাফিয (র) বলেনঃ] তাঁরা সকলেই আব্দুর রহমান ইবন আবু বকর মালীকীর সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি মূসা ইবন উকবার সূত্রে নাফি'-এর মধ্যস্থতায় ইবন উমর (রা) থেকে হাদীস বর্ণনার ক্ষেত্রে নির্ভরযোগ্য নন।)
كتاب الجنائز
كتاب الْجَنَائِز وَمَا يتقدمها
التَّرْغِيب فِي سُؤال الْعَفو والعافية
التَّرْغِيب فِي سُؤال الْعَفو والعافية
5167- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا سُئِلَ الله شَيْئا أحب إِلَيْهِ من الْعَافِيَة
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب وَابْن أبي الدُّنْيَا وَالْحَاكِم فِي حَدِيث وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَالَ الْحَافِظ رَوَوْهُ كلهم من طَرِيق عبد الرَّحْمَن بن أبي بكر الْمليكِي وَهُوَ ذَاهِب الحَدِيث عَن مُوسَى بن عقبَة عَن نَافِع عَنهُ
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب وَابْن أبي الدُّنْيَا وَالْحَاكِم فِي حَدِيث وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَالَ الْحَافِظ رَوَوْهُ كلهم من طَرِيق عبد الرَّحْمَن بن أبي بكر الْمليكِي وَهُوَ ذَاهِب الحَدِيث عَن مُوسَى بن عقبَة عَن نَافِع عَنهُ

তাহকীক:
হাদীস নং: ৫১৬৮
 অধ্যায়ঃ জানাযা
অধ্যায়: জানাযা ও তার পূর্ববর্তী বিষয়াদির বর্ণনা।
ক্ষমা ও নিরাপত্তা কামনার প্রতি উৎসাহ প্রদান
ক্ষমা ও নিরাপত্তা কামনার প্রতি উৎসাহ প্রদান
৫১৬৮. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ্(ﷺ)। আপনার অভিমত কি, যদি আমি লায়লাতুল কদর চিনতে পারি তবে আমি সে রাত্রে কি বলব? তিনি বললেন, তুমি বলবে, হে আল্লাহ্! তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালবাস। সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও।
(তিরমিযী হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান সহীহ। হাকিম হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
(তিরমিযী হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান সহীহ। হাকিম হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب الجنائز
كتاب الْجَنَائِز وَمَا يتقدمها
التَّرْغِيب فِي سُؤال الْعَفو والعافية
التَّرْغِيب فِي سُؤال الْعَفو والعافية
5168- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قلت يَا رَسُول الله أَرَأَيْت إِن علمت لَيْلَة الْقدر مَا أَقُول فِيهَا قَالَ قولي اللَّهُمَّ إِنَّك عَفْو تحب الْعَفو فَاعْفُ عني
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا

তাহকীক:
হাদীস নং: ৫১৬৯
 অধ্যায়ঃ জানাযা
যে ব্যক্তি কোন বিপদগ্রস্তকে দেখে তাকে কয়েকটি বাক্য বলতে উৎসাহ দান
৫১৬৯. হযরত উমর ও আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, যে ব্যক্তি কোন বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে বলেঃ "সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে যে বিপদে আক্রান্ত করেছেন তা থেকে আমাকে নিরাপদে রেখেছেন এবং আমাকে বহু সৃষ্ট জীবের উপর বিশেষ মর্যাদা দান করেছেন। সে ব্যক্তি উক্ত বিপদে আক্রান্ত হবে না। 
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান গরীব। ইবন মাজাহ (র) হাদীসটি ইবন উমর (রা) সূত্রে বর্ণনা করেছেন। বাযযার ও তবারানী-'আস-সাগীর' গ্রন্থে-কেবল আবু হুরায়রা (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। উক্ত রিওয়ায়েতে আবু হুরায়রা (রা) বলেন, "যখন সে উপরিউক্ত দু'আ করল, তখন তার নিয়ামতের শুকরিয়া আদায় করল।" এ রিওয়ায়েতের সনদ হাসান।)
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান গরীব। ইবন মাজাহ (র) হাদীসটি ইবন উমর (রা) সূত্রে বর্ণনা করেছেন। বাযযার ও তবারানী-'আস-সাগীর' গ্রন্থে-কেবল আবু হুরায়রা (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। উক্ত রিওয়ায়েতে আবু হুরায়রা (রা) বলেন, "যখন সে উপরিউক্ত দু'আ করল, তখন তার নিয়ামতের শুকরিয়া আদায় করল।" এ রিওয়ায়েতের সনদ হাসান।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن من رأى مبتلى
5169- عَن عمر وَأبي هُرَيْرَة رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من رأى صَاحب بلَاء فَقَالَ الْحَمد لله الَّذِي عافاني مِمَّا ابتلاك بِهِ وفضلني على كثير مِمَّن خلق تَفْضِيلًا لم يصبهُ ذَلِك الْبلَاء
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَرَوَاهُ ابْن مَاجَه من حَدِيث
ابْن عمر وَرَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الصَّغِير من حَدِيث أبي هُرَيْرَة وَحده وَقَالَ فِيهِ فَإِذا قَالَ ذَلِك شكر تِلْكَ النِّعْمَة
وَإِسْنَاده حسن
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَرَوَاهُ ابْن مَاجَه من حَدِيث
ابْن عمر وَرَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الصَّغِير من حَدِيث أبي هُرَيْرَة وَحده وَقَالَ فِيهِ فَإِذا قَالَ ذَلِك شكر تِلْكَ النِّعْمَة
وَإِسْنَاده حسن

তাহকীক:
হাদীস নং: ৫১৭০
 অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৭০. হযরত আবু মালিক আশ'আরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পবিত্রতা 'ঈমানের অঙ্গ, আল-হামদুলিল্লাহ (পরকালের) পাল্লা পূর্ণ করে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ উভয় অথবা একটি আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থান পূর্ণ করে, সালাত আলো, সাদাকা প্রমাণ, ধৈর্য জ্যোতি এবং কুরআন তোমার স্বপক্ষ সাক্ষী অথবা বিপক্ষ সাক্ষী। প্রত্যেকেই প্রত্যহ কর্মে মনোনিবেশ করে। তবে কেউ (আল্লাহর আনুগত্যে) নিজ আত্মাকে সম্পূর্ণ করে এবং তাকে (আযাব থেকে) মুক্ত করে অথবা (শয়তানের আনুগতে) সমর্পণ করে) তাকে ধ্বংস করে।
(মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
(মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5170- عَن أبي مَالك الْأَشْعَرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الطّهُور شطر الْإِيمَان وَالْحَمْد لله تملأ الْمِيزَان وَسُبْحَان الله وَالْحَمْد لله تملآن أَو تملأ مَا بَين السَّمَاء وَالْأَرْض وَالصَّلَاة نور وَالصَّدَََقَة برهَان وَالصَّبْر ضِيَاء وَالْقُرْآن حجَّة لَك أَو عَلَيْك كل النَّاس يَغْدُو فبائع نَفسه فمعتقها أَو موبقها
رَوَاهُ مُسلم
رَوَاهُ مُسلم

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ৫১৭১
 অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৭১. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ধৈর্যধারণ করতে চেষ্টা করে আল্লাহ তাকে ধৈর্যধারণ করার তাওফীক দান করেন এবং ধৈর্যের চেয়ে বড় ও কল্যাণকর কোন দান কাউকে দেওয়া হয়নি।
(বুখারী ও মুসলিম (র) পূর্বে উল্লিখিত একটি হাদীসের অংশ বিশেষরূপে হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম আবু হুরায়রা (রা) সূত্রে সংক্ষিপ্তকারে হাদীসটি উল্লেখ করেছেন "আল্লাহ্ তা'আলা কোন বান্দাকে ধৈর্যের চেয়ে বড় ও অধিক কল্যাণকর কিছু দান করেন নি।" হাকিম বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
(বুখারী ও মুসলিম (র) পূর্বে উল্লিখিত একটি হাদীসের অংশ বিশেষরূপে হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম আবু হুরায়রা (রা) সূত্রে সংক্ষিপ্তকারে হাদীসটি উল্লেখ করেছেন "আল্লাহ্ তা'আলা কোন বান্দাকে ধৈর্যের চেয়ে বড় ও অধিক কল্যাণকর কিছু দান করেন নি।" হাকিম বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5171- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ وَمن يتصبر يصبره الله وَمَا أعطي أحد عَطاء خيرا وأوسع من الصَّبْر رَوَاهُ البُخَارِيّ وَمُسلم فِي حَدِيث تقدم فِي الْمَسْأَلَة
وَرَوَاهُ الْحَاكِم من حَدِيث أبي هُرَيْرَة مُخْتَصرا مَا رزق الله عبدا خيرا لَهُ وَلَا أوسع من الصَّبْر
وَقَالَ صَحِيح على شَرطهمَا
وَرَوَاهُ الْحَاكِم من حَدِيث أبي هُرَيْرَة مُخْتَصرا مَا رزق الله عبدا خيرا لَهُ وَلَا أوسع من الصَّبْر
وَقَالَ صَحِيح على شَرطهمَا

তাহকীক:
হাদীস নং: ৫১৭২
 অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৭২. হযরত আনাস (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, চারটি গুণ আশ্চর্যের সাথেই পরিলক্ষিত হয়ঃ ধৈর্য, এটাই প্রথম ইবাদত। বিনয়, আল্লাহর যিকর ও আসবাবের স্বল্পতা।
(তবারানী ও হাকিম (র) উভয়ে আওয়াম ইব্ন জুওয়ায়রিয়ার সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম (র) বলেন, এর সনদ সহীহ। হাদীসটি "নীরবতা" অধ্যায়ে উল্লিখিত হয়েছে।)
(তবারানী ও হাকিম (র) উভয়ে আওয়াম ইব্ন জুওয়ায়রিয়ার সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম (র) বলেন, এর সনদ সহীহ। হাদীসটি "নীরবতা" অধ্যায়ে উল্লিখিত হয়েছে।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5172 - وَعَن أنس رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَربع لَا يصبن إِلَّا بعجب الصَّبْر وَهُوَ أول الْعِبَادَة والتواضع وَذكر الله وَقلة الشَّيْء
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْحَاكِم كِلَاهُمَا من رِوَايَة الْعَوام بن جوَيْرِية وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد وَتقدم فِي الصمت
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْحَاكِم كِلَاهُمَا من رِوَايَة الْعَوام بن جوَيْرِية وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد وَتقدم فِي الصمت

তাহকীক:
হাদীস নং: ৫১৭৩
 অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৭৩. তিরমিযী হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হালালকে হারাম গণ্য করা এবং সম্পদ নষ্ট করা দুনিয়ার প্রতি অনাসক্তি নয়, বরং দুনিয়ার প্রতি অনাসক্তি হচ্ছে এই যে, আল্লাহর হাতে যা কিছু রয়েছে তার প্রতি তোমার নির্ভরশীল হওয়ার চেয়ে তোমার সম্পদের উপর তুমি অধিক নির্ভরশীল হবে না এবং যখন তুমি মুসিবতে আক্রান্ত হও তখন মুসিবতের সাওয়াবের আশায় মুসিবত তোমার কাছে অধিক কাম্য হবে (তুমি কামনা করবে যে,) যদি মুসিবতটি তোমার জন্য থেকে  যেত। 
(তিরমিযী (র) বলেন, হাদীসটি গরীব।)
(তিরমিযী (র) বলেন, হাদীসটি গরীব।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5173- وروى التِّرْمِذِيّ عَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الزهادة فِي الدُّنْيَا لَيست بِتَحْرِيم الْحَلَال وَلَا إِضَاعَة المَال وَلَكِن الزهادة فِي الدُّنْيَا أَن لَا تكون بِمَا فِي يدك أوثق مِنْك بِمَا فِي يَد الله وَأَن تكون فِي ثَوَاب الْمُصِيبَة إِذا أَنْت أصبت بهَا أَرغب فِيهَا لَو أَنَّهَا أبقيت لَك قَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب

তাহকীক:
হাদীস নং: ৫১৭৪
 অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৭৪. আলকামা (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আব্দুল্লাহ (রা) বলেছেন: ধৈর্য ঈমানের অর্ধেক আর ইয়াকিন পুরোটাই ঈমান।
(তবারানী 'আল-কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী সহীহ্ হাদীসের রাবী। হাদীসটি মাওকূফ। কেউ কেউ মারফু'রূপেও উল্লেখ করেছেন।)
(তবারানী 'আল-কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী সহীহ্ হাদীসের রাবী। হাদীসটি মাওকূফ। কেউ কেউ মারফু'রূপেও উল্লেখ করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5174- وَعَن عَلْقَمَة قَالَ قَالَ عبد الله الصَّبْر نصف الْإِيمَان وَالْيَقِين الْإِيمَان كُله
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرُوَاته رُوَاة الصَّحِيح وَهُوَ مَوْقُوف وَقد رَفعه بَعضهم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرُوَاته رُوَاة الصَّحِيح وَهُوَ مَوْقُوف وَقد رَفعه بَعضهم

তাহকীক:
হাদীস নং: ৫১৭৫
 অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৭৫. হযরত জা'ফর ইবন আবু তালিব (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ধৈর্য মু'মিনের কোদাল স্বরূপ। 
(রুযায়ন আবদারী হাদীসটি উল্লেখ করেছেন। তবে আমি তা পাইনি।)
(রুযায়ন আবদারী হাদীসটি উল্লেখ করেছেন। তবে আমি তা পাইনি।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5175- وَعَن جَعْفَر بن أبي طَالب رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الصَّبْر معول الْمُسلم
ذكره رزين الْعَبدَرِي وَلم أره
ذكره رزين الْعَبدَرِي وَلم أره

তাহকীক:
হাদীস নং: ৫১৭৬
 অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৭৬. হযরত সুহায়ব রূমী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মু'মিনের ব্যাপার স্যাপার আশ্চর্যজনক। কেননা, মু'মিনের সর্ব অবস্থাই কল্যাণকর। মু'মিন ব্যতীত এ সৌভাগ্য আর কারও নেই। সে যদি স্বাচ্ছন্দ্য লাভ করে তবে শুকরিয়া আদায় করে। তখন এটা হয় তার জন্য কল্যাণকর। আর যদি সে অসচ্ছলতার সম্মুখীন হয় তবে সে ধৈর্যধারণ করে। তাও হয় তার জন্য কল্যাণকর। 
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5176- وَعَن صُهَيْب الرُّومِي رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عجبا لأمر الْمُؤمن إِن أمره لَهُ كُله خير وَلَيْسَ ذَلِك لأحد إِلَّا لِلْمُؤمنِ إِن أَصَابَته سراء شكر فَكَانَ خيرا لَهُ وَإِن أَصَابَته ضراء صَبر فَكَانَ خيرا لَهُ
رَوَاهُ مُسلم
رَوَاهُ مُسلم

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ৫১৭৭
 অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৭৭. হযরত আবুদ দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবুল কাসিম (রা)-কে বলতে শুনেছি, নিশ্চয় আল্লাহ্ তা'আলা বলেন, হে ঈসা! আমি তোমার পর একটি জাতির আবির্ভাব ঘটাব। তারা যা' ভালবাসে যদি তারা তা লাভ করে তবে তারা আল্লাহর প্রশংসা করবে এবং তারা যা অপসন্দ করে যদি তারা তার সম্মুখীন হয় তবে তারা এটাকে সাওয়াবের উপায় বলে গণ্য করে এবং ধৈর্যধারণ করে। অথচ তাদের তেমন কোন সহিষ্ণুতা ও জ্ঞান নেই। তখন তিনি জিজ্ঞেস করলেন, হে আমার রব। এটা কিভাবে সম্ভব? আল্লাহ্ তা'আলা বলেন, আমি আমার সহিষ্ণুতাও জ্ঞান থেকে তাদেরকে দান করব।
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি বুখারীর শর্ত অনুযায়ী সহীহ।)
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি বুখারীর শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5177 - وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ سَمِعت أَبَا الْقَاسِم صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن الله عز وَجل قَالَ يَا عِيسَى إِنِّي باعث من بعْدك أمة إِن أَصَابَهُم مَا يحبونَ حمدوا الله وَإِن أَصَابَهُم مَا يكْرهُونَ احتسبوا وصبروا وَلَا حلم وَلَا علم فَقَالَ يَا رب كَيفَ يكون هَذَا قَالَ أعطيهم من حلمي وَعلمِي
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط البُخَارِيّ
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط البُخَارِيّ

তাহকীক:
হাদীস নং: ৫১৭৮
 অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৭৮. হযরত সাখবারা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যাকে দান করা হয়েছে, আর সে শুক্রিয়া আদায় করেছে, যাকে বিপদাক্রান্ত করা হয়েছে, আর সে ধৈর্যধারণ করেছে, যে যুলুম করেছে, অতঃপর সে মাগফিরাত কামনা করেছে, যে যুলুমের শিকার হয়েছে অতঃপর সে ক্ষমা করে দিয়েছে- এ বলে তিনি নিরব রইলেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। তার জন্য কি প্রতিদান রয়েছে? তিনি বললেন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারা হিদায়াত প্রাপ্ত।
(তবারানী (র) হাদীসটি বর্ণনা করেছেন।
সাখবারা- বলা হয়ে থাকে যে, তিনি রাসূলুল্লাহ-এর সাহচর্য লাভ করেছেন। অর্থাৎ তিনি সাহাবী। আল্লাহয়ই সমধিক জ্ঞাত।)
(তবারানী (র) হাদীসটি বর্ণনা করেছেন।
সাখবারা- বলা হয়ে থাকে যে, তিনি রাসূলুল্লাহ-এর সাহচর্য লাভ করেছেন। অর্থাৎ তিনি সাহাবী। আল্লাহয়ই সমধিক জ্ঞাত।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5178- وَرُوِيَ عَن سَخْبَرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أعطي فَشكر وابتلي فَصَبر وظلم فَاسْتَغْفر وظلم فغفر ثمَّ سكت فَقَالُوا يَا رَسُول الله مَا لَهُ قَالَ أُولَئِكَ لَهُم الْأَمْن وهم مهتدون
رَوَاهُ الطَّبَرَانِيّ
سَخْبَرَة بِفَتْح السِّين الْمُهْملَة وَإِسْكَان الْخَاء الْمُعْجَمَة بعدهمَا بَاء مُوَحدَة وَيُقَال إِن لَهُ صُحْبَة وَالله أعلم
رَوَاهُ الطَّبَرَانِيّ
سَخْبَرَة بِفَتْح السِّين الْمُهْملَة وَإِسْكَان الْخَاء الْمُعْجَمَة بعدهمَا بَاء مُوَحدَة وَيُقَال إِن لَهُ صُحْبَة وَالله أعلم

তাহকীক:
হাদীস নং: ৫১৭৯
 অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৭৯. হযরত কা'ব ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মু'মিনের উদাহরণ ফসলের গোছার মত। বাতাস তাকে নাড়াতে থাকে। একবার তাকে শুইয়ে দেয়, আবার তাকে সোজা করে। এভাবে সে আন্দোলিত হতে থাকে।
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5179- وَعَن كَعْب بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مثل الْمُؤمن كَمثل الخامة من الزَّرْع تفيئها الرّيح تصرعها مرّة وتعدلها أُخْرَى حَتَّى تهيج

তাহকীক: