আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

২- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৮৫
- নামাযের অধ্যায়
প্রচণ্ড গরমের সময় নামায পড়া ।
১৮৫। আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ গরমের প্রচণ্ডতা যখন বেশী হয়, তখন তোমরা ঠাণ্ডা করে (বিলম্বে) নামায পড়ো। কেননা গরমের প্রচণ্ডতা জাহান্নামের নিঃশ্বাসের ফল। রাসূলুল্লাহ ﷺ আরো উল্লেখ করেন যে, জাহান্নাম তার মহামহিম প্রভুর কাছে অভিযোগ করলে তিনি তাকে বছরে দুইবার নিঃশ্বাস ফেলার অনুমতি দেনঃ একটি শীতকালে ও অপরটি গরমকালে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই হাদীসের উপর আমল করি। যুহরের নামায গরমকালে বিলম্বে পড়তে হবে এবং শীতকালে সূর্য পশ্চিমাকাশে ঢলে পড়ার পরপরই পড়তে হবে। ইমাম আবু হানীফা (রাহঃ)-রও এই মত।
أبواب الصلاة
بَابُ: الصَّلاةِ فِي شِدَّةِ الْحَرِّ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ مَوْلَى الأَسْوَدِ بْنِ سُفْيَانَ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، وَعَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَوْبَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا كَانَ الْحَرُّ فَأَبْرِدُوا عَنِ الصَّلاةِ، فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ» , وَذَكَرَ أَنَّ النَّارَ اشْتَكَتْ إِلَى رَبِّهَا عَزَّ وَجَلَّ، فَأَذِنَ لَهَا فِي كُلِّ بِنَفَسَيْنِ: نَفَسٌ فِي الشِّتَاءِ، وَنَفَسٌ فِي الصَّيْفِ , قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، نُبْرِدُ لِصَلاةِ الظُّهْرِ فِي الصَّيْفِ، وَنُصَلِّي فِي الشِّتَاءِ حِينَ تَزُولُ الشَّمْسُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
tahqiq

তাহকীক: