আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

২- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৮৮
- নামাযের অধ্যায়
বৃষ্টির রাতে নামায পড়া।
১৮৮। ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি সফররত অবস্থায় ঝঞ্ঝা বিক্ষুব্দ শীতের রাতে আযান দিলেন, অতঃপর বলেন, “তোমরা নিজেদের অবস্থানেই নামায পড়ো”। অতঃপর তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ -ও শীত ও বৃষ্টিমুখর রাতে মুয়াযযিনকে নিম্নোক্ত কথার ঘোষণা দেয়ার নির্দেশ দিতেনঃ “তোমরা নিজেদের অবস্থানেই নামায পড়ো”।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এটা ভালো এবং রুখসাতের (অনুমতি) পর্যায়ভুক্ত। তবে আবহাওয়ার প্রতিকূলতার মধ্যেও জামাআতে নামায পড়াই সর্বোত্তম।
أبواب الصلاة
بَابُ: الصَّلاةِ فِي اللَّيْلَةِ الْمُمْطِرَةِ وَفَضْلِ الْجَمَاعَةِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ نَادَى بِالصَّلاةِ فِي سَفَرٍ فِي لَيْلَةٍ ذَاتِ بَرْدٍ وَرِيحٍ، ثُمَّ قَالَ: أَلا صَلُّوا فِي الرِّحَالِ، ثُمَّ قَالَ: " إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُ الْمُؤَذِّنَ إِذَا كَانَتْ لَيْلَةً بَارِدَةً ذَاتَ مَطَرٍ يَقُولُ: أَلا صَلُّوا فِي الرِّحَالِ ".
قَالَ مُحَمَّدٌ: هَذَا حَسَنٌ وَهَذَا رُخْصَةٌ وَالصَّلاةُ فِي الْجَمَاعَةِ أَفْضَلُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৮৯
- নামাযের অধ্যায়
বৃষ্টির রাতে নামায পড়া।
১৮৯৷ যায়েদ ইবনে ছাবিত (রাযিঃ) বলেন, তোমাদের ঘরে পড়া নামাযই হচ্ছে সর্বোত্তম জামাআতে পড়া নামায ব্যতীত ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। (ফরয নামায মসজিদে গিয়ে জামাআতে পড়তে হবে এবং অন্যান্য নামায নির্জনে পড়াই উত্তম)।
أبواب الصلاة
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، قَالَ: «إِنَّ أَفْضَلَ صَلاتِكُمْ فِي بُيُوتِكُمْ إِلا صَلاةَ الْجَمَاعَةِ» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ وَكُلٌّ حَسَنٌ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৯০
- নামাযের অধ্যায়
বৃষ্টির রাতে নামায পড়া।
১৯০। ইবনে উমার (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ একাকী পড়া নামাযের তুলনায় জামাআতে পড়া নামায সওয়াব ও মর্যাদার দিক থেকে সাতাশ গুণ শ্ৰেষ্ঠ ।**
أبواب الصلاة
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَضْلُ صَلاةِ الْجَمَاعَةِ عَلَى صَلاةِ الرَّجُلِ وَحْدَهُ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةٍ»