আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

২- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৪৮
- নামাযের অধ্যায়
নামাযে দীর্ঘ কিরাআত পড়া এবং সংক্ষিপ্ত কিরাআত পছন্দনীয়।
২৪৮। ইবনে আব্বাস (রাযিঃ) থেকে তার মা উম্মুল ফাদল (রাযিঃ)-র সূত্রে বর্ণিত। তিনি পুত্র ইবনে আব্বাস (রাযিঃ)-কে সূরা আল-মুরসালাত পড়তে শুনে বলেন, হে বৎস! তোমার এই সূরা পাঠ আমাকে রাসূলুল্লাহ ﷺ -এর পাঠ স্মরণ করিয়ে দিয়েছে। এটাই সর্বশেষ সূরা যা আমি তাঁকে মাগরিবের নামাযে পড়তে শুনেছি।
أبواب الصلاة
بَابُ: طُولِ الْقِرَاءَةِ فِي الصَّلاةِ وَمَا يُسْتَحَبُّ مِنَ التَّخْفِيفِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ أُمِّهِ أُمِّ الْفَضْلِ، " أَنَّهَا سَمِعَتْهُ يَقْرَأُ وَالْمُرْسَلاتِ، فَقَالَتْ: يَا بُنَيَّ لَقَدْ ذَكَّرْتَنِي بِقِرَاءَتِكَ هَذِهِ السُّورَةَ إِنَّهَا لآخِرُ مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الْمَغرِبِ "
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৪৯
- নামাযের অধ্যায়
নামাযে দীর্ঘ কিরাআত পড়া এবং সংক্ষিপ্ত কিরাআত পছন্দনীয়।
২৪৯। জুবায়ের ইবনে মুতইম (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ -কে মাগরিবের নামাযে সূরা আত-তূর পড়তে শুনেছি।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, ফিকহবিদ সাধারণের মতে মাগরিবের নামাযে ছোট ছোট সূরা পাঠ করবে। অর্থাৎ কিসারে মুফাসসালের (সূরা বুরূ্য থেকে সূরা নাস পর্যন্ত) মতো ছোট সূরা পাঠ করবে । আমাদের ধারণা হচ্ছে, বড়ো বড়ো সূরা প্রাথমিক পর্যায়ে পাঠ করা হতো, অতঃপর তা পরিত্যাগ করা হয় অথবা বড়ো সূরার অংশবিশেষ পড়া হতো।
أبواب الصلاة
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنِي الزُّهْرِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَقْرَأُ بِالطُّورِ فِي الْمَغْرِبِ» .
قَالَ مُحَمَّدٌ: الْعَامَّةُ عَلَى أَنَّ الْقِرَاءَةَ تُخَفَّفُ فِي صَلاةِ الْمَغْرِبِ، يَقْرَأُ فِيهَا بِقِصَارِ الْمُفَصَّلِ.
وَنَرَى أَنْ هَذَا كَانَ شَيْئًا فَتُرِكَ، أَوْ لَعَلَّهُ كَانَ يَقْرَأُ بَعْضَ السُّوَرَةِ ثُمَّ يَرْكَعُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৫০
- নামাযের অধ্যায়
নামাযে দীর্ঘ কিরাআত পড়া এবং সংক্ষিপ্ত কিরাআত পছন্দনীয়।
২৫০। আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ তোমাদের কেউ লোকজনের নামাযে ইমামতি করলে, সে যেন কিরাআত সংক্ষেপ করে। কেননা তাদের মধ্যে রুগ্ন, দুর্বল ও বৃদ্ধ লোক আছে। তবে যখন সে একাকী নামায পড়ে, তখন ইচ্ছামত কিরাআত লম্বা করতে পারে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এবং ইমাম আবু হানীফা এই হাদীস অনুযায়ী আমল করি ।
أبواب الصلاة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ لِلنَّاسِ فَلْيُخَفِّفْ، فَإِنَّ فِيهِمُ السَّقِيمَ، وَالضَّعِيفَ، وَالْكَبِيرَ وَإِذَا صَلَّى لِنَفْسِهِ فَلْيُطَوِّلْ مَا شَاءَ» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّهُ