আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
২- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ২৬৯
- নামাযের অধ্যায়
কুরআনের সিজদাসমূহ।
২৬৯। আবু সালামা (রাহঃ) থেকে বর্ণিত। আবু হুরায়রা (রাযিঃ) তাদের (নামায পড়াতে) সূরা ইনশিকাক পাঠ করলেন এবং সিজদা করলেন। নামাযশেষে তিনি মুসল্লীদের দিকে ফিরে বলেন, রাসূলুল্লাহ ﷺ এই সূরায় সিজদা করেছেন। ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি এবং ইমাম আবু হানীফারও এই মত। ইমাম মালেকের মতে এই সূরায় সিজদা নেই।
أبواب الصلاة
بَابُ: سُجُودِ الْقُرْآنِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ مَوْلَى الأَسْوَدِ بْنِ سُفْيَانَ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ قَرَأَ بِهِمْ: «إِذَا السَّمَاءُ انْشَقَّتْ، فَسَجَدَ فِيهَا، فَلَمَّا انْصَرَفَ حَدَّثَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَجَدَ فِيهَا» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ، وَكَانَ مَالِكُ بْنُ أَنَسٍ لا يَرَى فِيهَا سَجْدَةً

তাহকীক:
হাদীস নং: ২৭০
- নামাযের অধ্যায়
কুরআনের সিজদাসমূহ।
২৭০। আবু হুরায়রা (রাযিঃ) বলেন, উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) তাদের নামায পড়াতে সূরা আন-নাজম পাঠ করলেন এবং তাতে সিজদা করলেন, অতঃপর উঠে দাঁড়িয়ে অন্য একটি সূরা পাঠ করলেন । 
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদের এবং ইমাম আবু হানীফারও এই মত। কিন্তু ইমাম মালেকের মতে এ সূরায়ও সিজদা নেই।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদের এবং ইমাম আবু হানীফারও এই মত। কিন্তু ইমাম মালেকের মতে এ সূরায়ও সিজদা নেই।
أبواب الصلاة
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ عُمَرَ بْنِ الْخَطَّابِ " قَرَأَ بِهِمُ: النَّجْمَ، فَسَجَدَ فِيهَا، ثُمَّ قَامَ فَقَرَأَ سُورَةً أُخْرَى "، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّهُ وَكَانَ مَالِكُ بْنُ أَنَسٍ لا يَرَى فِيهَا سَجْدَةً

তাহকীক:
হাদীস নং: ২৭১
- নামাযের অধ্যায়
কুরআনের সিজদাসমূহ।
২৭১। উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) সূরা হজ্জ তিলাওয়াত করলেন এবং তাতে দু'টি সিজদা করলেন। তিনি বলেন, এই সূরাকে দু'টি সিজদার মাধ্যমে সম্মানিত করা হয়েছে।
أبواب الصلاة
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، عَنْ رَجُلٍ مِنْ أَهْلِ مِصْرَ، أَنَّ عُمَرَ " قَرَأَ سُورَةَ: الْحَجِّ، فَسَجَدَ فِيهَا سَجْدَتَيْنِ، وَقَالَ: إِنَّ هَذِهِ السُّورَةَ فُضِّلَتْ بِسَجْدَتَيْنِ "

তাহকীক:
হাদীস নং: ২৭২
- নামাযের অধ্যায়
কুরআনের সিজদাসমূহ।
২৭২। আব্দুল্লাহ ইবনে দীনার (রাহঃ) আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ)-কে সূরা হজ্জে দু'টি সিজদা করতে দেখেছেন। 
     
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, উমার (রাযিঃ) ও তার পুত্র আব্দুল্লাহ (রাযিঃ) থেকে দু'টি সিজদা বর্ণিত আছে। অপরদিকে ইবনে আব্বাস (রাযিঃ)-র মতে, সূরা হজ্জের প্রথমদিকে একটিমাত্র সিজদা আছে। আমরা ও ইমাম আবু হানীফা এই শেষোক্ত মত গ্রহণ করেছি।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, উমার (রাযিঃ) ও তার পুত্র আব্দুল্লাহ (রাযিঃ) থেকে দু'টি সিজদা বর্ণিত আছে। অপরদিকে ইবনে আব্বাস (রাযিঃ)-র মতে, সূরা হজ্জের প্রথমদিকে একটিমাত্র সিজদা আছে। আমরা ও ইমাম আবু হানীফা এই শেষোক্ত মত গ্রহণ করেছি।**
أبواب الصلاة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، «أَنَّهُ رَآهُ» سَجَدَ فِي سُورَةِ الْحَجِّ سَجْدَتَيْنِ "، قَالَ مُحَمَّدٌ: رُوِيَ هَذَا عَنْ عُمَرَ، وَابْنِ عُمَرَ وَكَانَ ابْنُ عَبَّاسٍ لا يَرَى فِي سُورَةِ الْحَجِّ إِلا سَجْدَةً وَاحِدَةً: الأُولَى، وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّهُ

তাহকীক: