আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

২- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৮০
- নামাযের অধ্যায়
অসুস্থ বা রুগ্ন ব্যক্তির নামায।
২৮০। ইবনে উমার (রাযিঃ) বলেন, রুগ্ন ব্যক্তি সিজদা করতে সক্ষম না হলে সে ইশারায় সিজদা করবে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। কাঠ অথবা অন্য কিছু দিয়ে উঁচু করে তার উপর সিজদা করা এই ধরনের লোকদের জন্য জায়েয নয়। সিজদায় রুকূর চেয়ে অধিক বেশী ঝুঁকতে হবে। ইমাম আবু হানীফারও এই মত। **
أبواب الصلاة
بَابُ: صَلاةِ الْمَرِيضِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ، قَالَ: «إِذَا لَمْ يَسْتَطَعِ الْمَرِيضُ السُّجُودَ، أَوْمَى بِرَأْسِهِ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَلا يَنْبَغِي لَهُ أَنْ يَسْجُدَ عَلَى عُودٍ، وَلا شَيْءٍ يُرْفَعُ إِلَيْهِ، وَيَجْعَلُ سُجُودَهُ أَخْفَضَ مِنْ رُكُوعِهِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّهُ
tahqiq

তাহকীক: