আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

২- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৮১
- নামাযের অধ্যায়
মসজিদের মধ্যে থুথু ফেলা মাকরূহ।
২৮১। ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ মসজিদে কিবলার দিকে থুথু নিক্ষিপ্ত দেখতে পান। তিনি তা খুঁটে তুলে ফেলেন, অতঃপর লোকদের দৃষ্টি আকর্ষণ করে বলেনঃ তোমাদের কেউ যখন নামায পড়ে তখন সে যেন নিজের সামনের দিকে থুথু না ফেলে। কেননা সে যখন নামায পড়ে, তখন আল্লাহ তার সামনের দিকে থাকেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, (নামাযরত অবস্থায়) সামনে এবং ডানে অথবা বাঁয়ে থুথু ফেলা উচিৎ নয় । যদি তা একান্তই ফেলতে হয়, তবে বাঁ পায়ের নীচে ফেলবে।**
أبواب الصلاة
بَابُ: النُّخَامَةِ فِي الْمَسْجِدِ وَمَا يُكْرَهُ مِنْ ذَلِكَ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى بُصَاقًا فِي قِبْلَةِ الْمَسْجِدِ فَحَكَّهُ، ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ، فَقَالَ: «إِذَا كَانَ أَحَدُكُمْ يُصَلِّي، فَلا يَبْصُقْ قِبَلَ وَجْهِهِ، فَإِنَّ اللَّهَ تَعَالَى قِبَلَ وَجْهِهِ إِذَا صَلَّى» ، قَالَ مُحَمَّدٌ: يَنْبَغِي لَهُ أَنْ لا يَبْصُقَ تِلْقَاءَ وَجْهِهِ، وَلا عَنْ يَمِينِهِ، وَلْيَبْصُقْ تَحْتَ رِجْلِهِ الْيُسْرَى