আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
৫- রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৩৬৩
- রোযার অধ্যায়
নফল রোযা রেখে তা ভঙ্গ করা।
৩৬৩। যুহরী (রাহঃ) থেকে বর্ণিত। আয়েশা (রাযিঃ) ও হাফসা (রাযিঃ) একদিন নফল রোযা রাখলেন। অতঃপর তাদের কাছে উপঢৌকন স্বরূপ খাবার (ছাগলের গোশত) আসলে তা খেয়ে তারা রোযা ভেঙ্গে ফেলেন। ইতিমধ্যে রাসূলুল্লাহ ﷺ তাদের কাছে এসে উপস্থিত হন। আয়েশা (রাযিঃ) বলেন, হাফসা (রাযিঃ) এ ঘটনা তাঁর কাছে আমার আগেই বর্ণনা করেন। কেননা তিনি বাপের বেটি (উমারের কন্যা)। তিনি বলেন, হে আল্লাহর রাসূল! আমি ও আয়েশা আজ নফল রোযা রেখেছিলাম। আমাদের কাছে উপঢৌকন (খাদ্য) আসলে আমরা তা খেয়ে রোযা ভেঙ্গে ফেলেছি। রাসূলুল্লাহ ﷺ তাদের উভয়কে বলেনঃ “এর পরিবর্তে আরেক দিন রোযা রেখে নিও”।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীস অনুযায়ী আমল করি। কোন ব্যক্তি নফল রোযা রেখে তা ভেঙ্গে ফেললে তাকে এর কাযা করতে হবে। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের পূর্ববর্তী যুগের আলেমদেরও এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীস অনুযায়ী আমল করি। কোন ব্যক্তি নফল রোযা রেখে তা ভেঙ্গে ফেললে তাকে এর কাযা করতে হবে। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের পূর্ববর্তী যুগের আলেমদেরও এই মত।
أبواب الصيام
بَابُ: مَنْ صَامَ تَطَوُّعًا ثُمَّ أَفْطَرَ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، أَنَّ عَائِشَةَ، وَحْفَصَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَصْبَحَتَا صَائِمَتَيْنِ مُتَطَوِّعَتَيْنِ، فَأُهدِيَ لَهُمَا طَعَامٌ فَأَفْطَرَتَا عَلَيْهِ، فَدَخَلَ عَلَيْهِمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ عَائِشَةُ: فَقَالَتْ حَفْصَةُ: بَدَرَتْنِي بِالْكَلامِ، وَكَانَتِ ابْنَةَ أَبِيهَا: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَصْبَحْتُ أَنَا، وَعَائِشَةُ صَائِمَتَيْنِ مُتَطَوِّعَتَيْنِ، فَأُهْدِيَ لَنَا طَعَامٌ، فَأَفْطَرْنَا عَلَيْهِ، فَقَالَ لَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْضِيَا يَوْمًا مَكَانَهُ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، مَنْ صَامَ تَطَوُّعًا، ثُمَّ أَفْطَرَ فَعَلَيْهِ الْقَضَاءُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ، وَالْعَامَّةِ قَبْلَنَا
তাহকীক: