আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

৯- কুরবানী,জবাই ও শিকারের বিধান - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬৩৮
- কুরবানী,জবাই ও শিকারের বিধান
ঈদের মাঠে যাওয়ার পূর্বে কোরবানী করলে।
৬৩৮ । আব্বাদ ইবনে তামীম (রাযিঃ) থেকে বর্ণিত। উয়াইমির ইবনে আশকার (রাযিঃ) ঈদের দিন নামায পড়ার পূর্বে কোরবানী করেন। ব্যাপারটি রাসূলুল্লাহ ﷺ -কে জানানো হলে তিনি তাকে “আরেকটি পশু কোরবানী করার নির্দেশ দেন।”
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীসের উপর আমল করি। যখন কোন ব্যক্তি এমন শহরে (জনপদে) বসবাস করে যেখানে ঈদের নামায অনুষ্ঠিত হয় — সেখানে ইমামের ঈদের নামায পড়ানোর পূর্বে কোরবানী করা হলে তা একটি বকরীর গোশত হিসাবে গণ্য হবে, কোরবানী হবে না। কিন্তু যদি কোন ব্যক্তি শহরের বাসিন্দা না হয়, বরং জঙ্গলে অথবা শহর থেকে অনেক দূরে বসবাস করে— সে যদি ফজরের সময় অথবা সূর্য উদয়ের পর কোরবানী করে, তবে তার কোরবানী হয়ে যাবে। ইমাম আবু হানীফারও এই মত।
كتاب الضحايا وما يجزئ منها
بَابُ: الرَّجُلِ يَذْبَحُ أُضْحِيَتَهُ قَبْلَ أَنْ يَغْدُوَ يَوْمَ الأَضْحَى
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، أَنَّ عُوَيْمِرَ بْنَ أَشْقَرَ، " ذَبَحَ أُضْحِيَتَهُ قَبْلَ أَنْ يَغْدُوَ يَوْمَ الأَضْحَى، وَأَنَّهُ ذَكَرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَهُ أَنْ يَعُودَ بِأُضْحِيَةٍ أُخْرَى، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، إِذَا كَانَ الرَّجُلُ فِي مِصْرٍ يُصَلَّى الْعِيدُ فِيهِ، فَذَبَحَ قَبْلَ أَنْ يُصَلِّيَ الإِمَامُ فَإِنَّمَا هِيَ شَاةُ لَحْمٍ، وَلا يُجْزِئُ مِنَ الأُضْحِيَةِ، وَمَنْ لَمْ يَكُنْ فِي مِصْرٍ وَكَانَ فِي بَادِيَةٍ أَوْ نَحْوِهَا مِنَ الْقُرَى النَّائِيَةِ عَنِ الْمِصْرِ فَإِذَا ذَبَحَ حِينَ يَطْلُعُ الْفَجْرُ وَحِينَ تَطْلُعُ الشَّمْسُ أَجْزَأَهُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
tahqiq

তাহকীক: