আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১০- নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬৭৩
- নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়
স্বামী স্ত্রীর দিয়াতের এবং স্ত্রী স্বামীর দিয়াতের ওয়ারিস হবে।
৬৭৩। ইবনে শিহাব (রাহঃ) থেকে বর্ণিত। মিনায় উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) লোকদের তলব করে বলেন, যার কাছে দিয়াত সম্পর্কিত জ্ঞান আছে, সে যেন আমাকে তা অবহিত করে। দাহ্‌হাক ইবনে সুফিয়ান (রাযিঃ) উঠে দাঁড়িয়ে বলেন, আশইয়াম আদ-দিবাবী সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ আমাকে লিখে পাঠানঃ “তার স্ত্রীকে তার দিয়াতের ওয়ারিস বানাও।” একথা শুনে উমার (রাযিঃ) বলেন, আমি না আসা পর্যন্ত তুমি তাঁবুর মধ্যে অবস্থান করো। তিনি তাঁবুতে ফিরে এলে দাহ্‌হাক ইবনে সুফিয়ান তাকে রাসূলুল্লাহ ﷺ -এর সেই চিঠির কথা অবহিত করেন। উমার (রাযিঃ) তদনুযায়ী ফয়সালা দান করেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীস অনুযায়ী আমল করি। দিয়াত এবং রক্তে প্রতিটি ওয়ারিসের অংশ রয়েছে। সে ওয়ারিস চাই স্বামী হোক বা স্ত্রী অথবা অপর কোন ওয়ারিস। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এটাই সাধারণ মত ।
كتاب الديات
بَابُ: الرَّجُلِ يَرِثُ مِنْ دِيَةِ امْرَأَتِهِ، وَالْمَرْأَةُ تَرِثُ مِنْ دِيَةِ زَوْجِهَا
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، نَشَدَ النَّاسَ بِمِنًى: مَنْ كَانَ عِنْدَهُ عِلْمٌ فِي الدِّيَةِ أَنْ يُخْبِرَنِي بِهِ، فَقَامَ الضَّحَّاكُ بْنُ سُفْيَانَ، فَقَالَ: كَتَبَ إِلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَشْيَمَ الضِّبَابِيِّ: «أَنْ وَرِّثِ امْرَأَتَهُ مِنْ دِيَتِهِ» .
فَقَالَ عُمَرُ: ادْخُلِ الْخِبَاءَ حَتَّى آتِيَكَ، فَلَمَّا نَزَلَ أَخْبَرَهُ الضَّحَّاكُ بْنُ سُفْيَانَ بِذَلِكَ، فَقَضَى بِهِ عُمَرُ بْنُ الْخَطَّابِ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لِكُلِّ وَارِثٍ فِي الدِّيَةِ وَالدَّمِ نَصِيبٌ، امْرَأَةً كَانَ الْوَارِثُ، أَوْ زَوْجًا، أَوْ غَيْرَ ذَلِكَ.
وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
tahqiq

তাহকীক: