আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১০- নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬৭৪
- নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়
জখমের দিয়াত।
৬৭৪ । সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) বলেন, দেহের কোন অঙ্গের কোন অংশের জখমের দিয়াত সেই অঙ্গের দিয়াতের এক-তৃতীয়াংশ ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এক্ষেত্রে ন্যায়বিচারক শাসকের রায়ই নির্ভরযোগ্য বিবেচিত হবে। ইমাম আবু হানীফা (রাহঃ) ও আমাদের সকল ফিকহবিদের এটাই সাধারণ মত।
كتاب الديات
باب الجروح وما فيها من الاروش
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، قَالَ: فِي كُلِّ نَافِذَةٍ، فِي عُضْوٍ مِنَ الأَعْضَاءِ ثُلُثُ عَقْلِ ذَلِكَ الْعُضْوِ.
قَالَ مُحَمَّدٌ: فِي ذَلِكَ أَيْضًا حُكُومَةُ عَدْلٍ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
tahqiq

তাহকীক: