আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
১৫- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৭৬৪
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
ফলের কিছু অংশ বিক্রি করা এবং কিছু অংশ পৃথক করা।
৭৬৪। ইমাম মালেক (রাহঃ)... মুহাম্মাদ ইবনে আমর ইবনে হাযম (রাহঃ) তার আফরাক নামের বাগানটি চার হাজার দিরহামে বিক্রি করেন এবং তা থেকে আট শত দিরহাম পরিমাণ খেজুর ব্যতিক্রম করেন।
كتاب البيوع في التجارات والسلم
بَابُ: الرَّجُلِ يَبِيعُ بَعْضَ الثَّمَرِ وَيَسْتَثْنِي بَعْضَهُ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ أَبِيهِ، أَنَّ مُحَمَّدَ بْنَ عَمْرِو بْنِ حَزْمٍ بَاعَ حَائِطًا لَهُ يُقَالُ لَهُ: الأَفْرَاقُ بِأَرْبَعَةِ آلافِ دِرْهَمٍ، وَاسْتَثْنَى مِنْهُ بِثَمَانِي مِائَةِ دِرْهَمٍ تَمْرًا
তাহকীক:
হাদীস নং: ৭৬৫
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
ফলের কিছু অংশ বিক্রি করা এবং কিছু অংশ পৃথক করা।
৭৬৫। ইমাম মালেক (রাহঃ)... আব্দুর রহমান কন্যা আমরাহ (রাহঃ) নিজের ফলের বাগান বিক্রি করতেন এবং তা থেকে কিছু ফল বাদ রাখতেন।
كتاب البيوع في التجارات والسلم
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا أَبُو الرِّجَالِ، عَنْ أُمِّهِ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهَا كَانَتْ تَبِيعُ ثِمَارَهَا وَتَسْتَثْنِي مِنْهَا
তাহকীক:
হাদীস নং: ৭৬৬
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
ফলের কিছু অংশ বিক্রি করা এবং কিছু অংশ পৃথক করা।
৭৬৬। কাসিম ইবনে মুহাম্মাদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি তার ফল বিক্রি করতেন এবং তা থেকে কিছু ফল বাদ রাখতেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। কোন ব্যক্তি নিজের ফলের বাগান বিক্রি করার সময় তা থেকে এক-চতুর্থাংশ বা এক-পঞ্চমাংশ বা এক-ষষ্ঠাংশ পৃথক করে রাখতে পারে। এতে কোন দোষ নেই।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। কোন ব্যক্তি নিজের ফলের বাগান বিক্রি করার সময় তা থেকে এক-চতুর্থাংশ বা এক-পঞ্চমাংশ বা এক-ষষ্ঠাংশ পৃথক করে রাখতে পারে। এতে কোন দোষ নেই।
كتاب البيوع في التجارات والسلم
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا رَبِيعَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، أَنَّهُ كَانَ يَبِيعُ وَيَسْتَثْنِي مِنْهَا.
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا بَأْسَ بِأَنْ يَبِيعَ الرَّجُلُ ثَمَرَهُ وَيَسْتَثْنِيَ بَعْضَهُ، إِذَا اسْتَثْنَى شَيْئًا مِنْ جُمْلَتِهِ رُبْعًا أَوْ خُمْسًا أَوْ سُدْسًا
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا بَأْسَ بِأَنْ يَبِيعَ الرَّجُلُ ثَمَرَهُ وَيَسْتَثْنِيَ بَعْضَهُ، إِذَا اسْتَثْنَى شَيْئًا مِنْ جُمْلَتِهِ رُبْعًا أَوْ خُمْسًا أَوْ سُدْسًا
তাহকীক: