আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
১৫- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৭৯৬
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
কোন ব্যক্তি বিবাহিতা বাঁদী ক্রয় করলে অথবা বিবাহিতা বাঁদী উপঢৌকন দেয়া হলে তার বিধান।
৭৯৬। আবু সালামা ইবনে আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণিত। আব্দুর রহমান ইবনে আওফ (রাযিঃ) আসেম ইবনে আদী (রাযিঃ)-র কাছ থেকে একটি বাঁদী ক্রয় করলেন। পরে তিনি তাকে সধবা পেলেন। তাই তিনি বাঁদীটি ফেরত দিলেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদেরও এই মত। তাকে বিক্রি করার কারণে সে তালাকপ্রাপ্তা হবে না। অতএব কোন বাঁদীর স্বামী বর্তমান থাকলে তা এমন একটি ত্রুটি, যার কারণে তাকে (বিক্রেতার নিকট) ফেরত দেয়া যাবে। ইমাম আবু হানীফা (রাহঃ) ও আমাদের ফিক্হবিদদের এটাই সাধারণ মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদেরও এই মত। তাকে বিক্রি করার কারণে সে তালাকপ্রাপ্তা হবে না। অতএব কোন বাঁদীর স্বামী বর্তমান থাকলে তা এমন একটি ত্রুটি, যার কারণে তাকে (বিক্রেতার নিকট) ফেরত দেয়া যাবে। ইমাম আবু হানীফা (রাহঃ) ও আমাদের ফিক্হবিদদের এটাই সাধারণ মত।
كتاب البيوع في التجارات والسلم
بَابُ: الرَّجُلِ يَشْتَرِي الْجَارِيَةَ وَلَهَا زَوْجٌ أَوْ تُهْدَى إِلَيْهِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا الزُّهْرِيُّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ «اشْتَرَى مِنْ عَاصِمِ بْنِ عَدِيٍّ جَارِيَةً، فَوَجَدَهَا ذَاتَ زَوْجٍ فَرَدَّهَا» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا يَكُونُ بَيْعُهَا طَلاقَهَا، فَإِذَا كَانَتْ ذَاتَ زَوْجٍ فَهَذَا عَيْبٌ تُرَدُّ بِهِ.
وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا يَكُونُ بَيْعُهَا طَلاقَهَا، فَإِذَا كَانَتْ ذَاتَ زَوْجٍ فَهَذَا عَيْبٌ تُرَدُّ بِهِ.
وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
তাহকীক:
হাদীস নং: ৭৯৭
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
কোন ব্যক্তি বিবাহিতা বাঁদী ক্রয় করলে অথবা বিবাহিতা বাঁদী উপঢৌকন দেয়া হলে তার বিধান।
৭৯৭। ইবনে শিহাব (রাহঃ) থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আমের উছমান ইবনে আফ্ফান (রাযিঃ)-কে বসরার একটি বাঁদী উপঢৌকন দিলেন। তার স্বামী বর্তমান ছিল। উছমান (রাযিঃ) বলেন, তার স্বামী তাকে তালাক না দেয়া পর্যন্ত আমি কখনো তার কাছে যাবো না। অতঃপর আব্দুল্লাহ ইবনে আমের তার স্বামীকে সম্মত করালেন এবং সে তাকে তালাক দিলো।
كتاب البيوع في التجارات والسلم
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَامِرٍ، أَهْدَى لِعُثْمَانَ بْنِ عَفَّانَ جَارِيَةً مِنَ الْبَصْرَةِ وَلَهَا زَوْجٌ، فَقَالَ عُثْمَانَ: «لَنْ أَقْرَبَهَا حَتَّى يُفَارِقَهَا زَوْجُهَا، فَأَرْضَى ابْنُ عَامِرٍ زَوْجَهَا، فَفَارَقَهَا»
তাহকীক: