আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
১৫- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৭৯৪
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
কেউ তাবীরকৃত খেজুর গাছ এবং মালদার গোলাম বিক্রি করলো।
৭৯৪। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ কেউ তাবীরকৃত খেজুর গাছ বিক্রি করলে তার ফল বিক্রেতা পাবে। কিন্তু ক্রেতা যদি (নিজের জন্য) ফলের শর্ত আরোপ করে থাকে তবে স্বতন্ত্র কথা।
كتاب البيوع في التجارات والسلم
بَابُ: مَنْ بَاعَ نَخْلًا مُؤَبَّرًا أَوْ عَبْدًا، وَلَهُ مَالٌ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ بَاعَ نَخْلا قَدْ أُبِّرَتْ، فَثَمَرَتُهَا لِلْبَائِعِ إِلا أَنْ يَشْتَرِطَهَا الْمُبْتَاعُ»
তাহকীক:
হাদীস নং: ৭৯৫
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
কেউ তাবীরকৃত খেজুর গাছ এবং মালদার গোলাম বিক্রি করলো।
৭৯৫। উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) বলেন, কোন ব্যক্তি মালদার গোলাম বিক্রি করলে এই মাল বিক্রেতারই থেকে যাবে তবে ক্রেতা নিজের জন্য তার শর্ত আরোপ করে থাকলে ভিন্ন কথা।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীসের উপর আমল করি। ইমাম আবু হানীফারও এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীসের উপর আমল করি। ইমাম আবু হানীফারও এই মত।
كتاب البيوع في التجارات والسلم
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، قَالَ: «مَنْ بَاعَ عَبْدًا وَلَهُ مَالٌ، فَمَالُهُ لِلْبَائِعِ إِلا أَنْ يَشْتَرِطَهُ الْمُبْتَاعُ» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ
তাহকীক: