আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১৮- বিবিধ প্রসঙ্গ। - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৮৭৫
- বিবিধ প্রসঙ্গ।
যিম্মীদের (মুসলিম রাষ্ট্রের অমুসলিম নাগরিক) মক্কা-মদীনায় প্রবেশ এবং তা নিষিদ্ধ হওয়ার বর্ণনা।
৮৭৫। ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) ইহূদী, খৃষ্টান ও মাজুসীদের মদীনায় তিন দিন অবস্থান করার অনুমতি দিতেন, যাতে তারা নিজেদের কেনাকাটা ও অন্যান্য প্রয়োজন পূরণ করে নিতে পারে। তাদের কেউই তিন দিনের অতিরিক্ত সময় মদীনায় অবস্থান করতো না।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, মক্কা-মদীনা এবং আশেপাশের এলাকা জাযীরাতুল আরবের অন্তর্ভুক্ত। আমরা নবী ﷺ -এর হাদীস থেকে জানতে পেরেছি, তিনি বলেছেনঃ “আরব উপদ্বীপে পাশাপাশি দু'টি ধর্ম বর্তমান থাকবে না।” এ হাদীসের ভিত্তিতে হযরত উমার (রাযিঃ) আরব উপদ্বীপ থেকে সেইসব লোকের উচ্ছেদ করেন যারা ছিলো অমুসলিম।
الابواب الجامعة
بَابُ: نُزُولِ أَهْلِ الذِّمَّةِ مَكَّةَ، وَالْمَدِينَةَ، وَمَا يُكْرَهُ مِنْ ذَلِكَ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُ، «ضَرَبَ لِلنَّصَارَى، وَالْيَهُودِ، وَالْمَجُوسِ بِالْمَدِينَةِ إِقَامَةَ ثَلاثِ لَيَالٍ يَتَسَوَّقُونَ، وَيَقْضُونَ حَوَائِجَهُمْ، وَلَمْ يَكُنْ أَحَدٌ مِنْهُمْ يُقِيمُ بَعْدَ ذَلِكَ»
قَالَ مُحَمَّدٌ: إِنَّ مَكَّةَ وَالْمَدِينَةَ وَمَا حَوْلَهُمَا مِنْ جَزِيرَةِ الْعَرَبِ، وَقَدْ بَلَغَنَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ «لا يَبْقَى دِينَانِ فِي جَزِيرَةِ الْعَرَبِ» .
فَأَخَرَجَ عُمَرُ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ مَنْ لَمْ يَكُنْ مُسْلِمًا مِنْ جَزِيرَةِ الْعَرَبِ لِهَذَا الْحَدِيثِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৭৬
- বিবিধ প্রসঙ্গ।
যিম্মীদের (মুসলিম রাষ্ট্রের অমুসলিম নাগরিক) মক্কা-মদীনায় প্রবেশ এবং তা নিষিদ্ধ হওয়ার বর্ণনা।
৮৭৬। উমার ইবনে আব্দুল আযীয (রাহঃ) বলেন, আমরা জানতে পেরেছি যে, নবী ﷺ বলেছেনঃ আরব উপদ্বীপে পাশাপাশি দু'টি ধর্মের অস্তিত্ব অবশিষ্ট থাকবে না।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, হযরত উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) রাসূলুল্লাহ ﷺ -এর এই নির্দেশ বাণীকে পূর্ণরূপে কার্যকর করেছেন। তিনি ইহুদী-খৃষ্টানদের আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করেছেন।
الابواب الجامعة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ حَكِيمٍ، عَنْ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، قَالَ: بَلَغَنِي، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لا يَبْقَيَنَّ دِينَانِ بِجَزِيرَةِ الْعَرَبِ» ، قَالَ مُحَمَّدٌ: قَدْ فَعَلَ ذَلِكَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ، فَأَخْرَجَ الْيَهُودَ، وَالنَّصَارَى مِنْ جَزِيرَةِ الْعَرَبِ
tahqiq

তাহকীক: