আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
১৮- বিবিধ প্রসঙ্গ। - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৯১২
- বিবিধ প্রসঙ্গ।
বদদোয়া করার বর্ণনা।
৯১২। আনাস ইবনে মালেক (রাযিঃ) বলেন, যেসব লোক বীরে মাউনা নামক কূপের কাছে রাসূলুল্লাহ ﷺ -এর সাহাবীদের (ষড়যন্ত্রমূলকভাবে) হত্যা করে, রাসূলুল্লাহ ﷺ একাধারে তিরিশ দিন (ফজরের নামাযে) তাদের বিরুদ্ধে বদদোয়া করেন। তিনি রিল, যাকওয়ান ও উসাইয়্যা গোত্রত্রয়কে বদদোয়া করেন। তারা আল্লাহ ও তাঁর রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল।** আনাস (রাযিঃ) বলেন, বীরে মাউনার শহীদদের সম্পর্কে কুরআনের আয়াত নাযিল হয়েছি আমরা পাঠও করেছি। পরে তা মানসূখ (রহিত) হয়ে যায়। আয়াত ছিল নিম্নরূপঃ “আমাদের পক্ষ থেকে আমাদের জাতির কাছে খবর পৌঁছিয়ে দাও যে, আমরা আমাদের প্রতিপালকের সাথে মিলিত হয়েছি। তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং আমরাও তাঁর প্রতি সন্তুষ্ট।”
الابواب الجامعة
بَابُ: الدُّعَاءِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: " دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الَّذِينَ قَتَلُوا أَصْحَابَ بِئْرِ مَعُونَةَ ثَلاثِينَ غَدَاةً، يَدْعُو عَلَى رِعْلٍ، وذَكْوَانَ، وَعُصَيَّةَ: عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ ".
قَالَ أَنَسٌ: نَزَلَ فِي الَّذِينَ قُتِلُوا بِبِئْرِ مَعُونَةَ قُرْآنٌ قَرَأْنَاهُ حَتَّى نُسِخَ: بَلِّغُوا قَوْمَنَا أَنَّا قَدْ لَقِينَا رَبَّنَا وَرَضِيَ اللَّهُ عَنَّا وَرَضِينَا عَنْهُ
قَالَ أَنَسٌ: نَزَلَ فِي الَّذِينَ قُتِلُوا بِبِئْرِ مَعُونَةَ قُرْآنٌ قَرَأْنَاهُ حَتَّى نُسِخَ: بَلِّغُوا قَوْمَنَا أَنَّا قَدْ لَقِينَا رَبَّنَا وَرَضِيَ اللَّهُ عَنَّا وَرَضِينَا عَنْهُ

তাহকীক: