আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১৮- বিবিধ প্রসঙ্গ। - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৯৩২
- বিবিধ প্রসঙ্গ।
আল্লাহর জন্য ভালোবাসা।
৯৩২। আনাস ইবনে মালেক (রাযিঃ) থেকে বর্ণিত। এক বেদুইন রাসূলুল্লাহ ﷺ -এর কাছে এসে বললো, হে আল্লাহর রাসূল! কিয়ামত কখন হবে? তিনি জিজ্ঞেস করেনঃ “তুমি এজন্য কি পাথেয় সংগ্রহ করেছো?" সে বললো, কিছুই না। আল্লাহর শপথ! আমি সামান্য পরিমাণ নামায পড়ি এবং সামান্য রোযা রাখি। কিন্তু আমি আল্লাহ ও তাঁর রাসূলকে অবশ্যই ভালোবাসি। তিনি বলেনঃ “তুমি যাদের ভালোবাসো তাদের সাথেই থাকার সুযোগ পাবে।”
الابواب الجامعة
بَابُ: الْحُبِّ فِي اللَّهِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ أَعْرَابِيًّا أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: " يَا رَسُولَ اللَّهِ، مَتَّى السَّاعَةُ؟ قَالَ: وَمَا أَعْدَدْتَ لَهَا؟ قَالَ: لا شَيْءَ، وَاللَّهِ إِنِّي لَقَلِيلُ الصِّيَامِ وَالصَّلاةِ وَإِنِّي لأُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ، قَالَ: إِنَّكَ مَعَ مَنْ أَحْبَبْتَ