আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
১৮- বিবিধ প্রসঙ্গ। - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৯৪৮
- বিবিধ প্রসঙ্গ।
ছাবেত ইবনে কায়েস আল-আনসারী (রাযিঃ)-র মর্যাদা।
৯৪৮ । ছাবেত ইবনে কায়েস ইবনে শাম্মাস আল-আনসারী (রাযিঃ) বলেন, হে আল্লাহর রাসূল! আমার আশংকা হচ্ছে আমি ধ্বংস হয়ে যাবো। তিনি জিজ্ঞেস করলেনঃ “কেন?” ছাবেত (রাযিঃ) বলেন, আমরা যে কাজ করিনি তার জন্য প্রশংসিত হলে তাতে খুশি হতে আল্লাহ আমাদের নিষেধ করেছেন। কিন্তু আমি এমন মানুষ যে, এরূপ ক্ষেত্রে প্রশংসা পাওয়া পছন্দ করি । আল্লাহ আমাদের অহংকার করতে নিষেধ করেছেন। কিন্তু আমি সৌন্দর্য পছন্দ করি। আপনার সামনে আমাদের কণ্ঠস্বর উচ্চ না করার জন্য আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন। কিন্তু আমার কণ্ঠস্বর খুবই মোটা। রাসূলুল্লাহ বলেনঃ “হে ছাবেত! তুমি কি এটা পছন্দ করো না যে, তুমি এমনভাবে জীবিত থাকবে যে, তোমার প্রশংসা করা হবে, আর তুমি নিহত হয়ে শহীদ হবে এবং জান্নাতে প্রবেশ লাভ করবে?
الابواب الجامعة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُحَمَّدِ بْنِ ثَابِتٍ الأَنْصَارِيِّ، أَنَّ ثَابِتَ بْنَ قَيْسِ بْنِ شَمَّاسٍ الأَنْصَارِيَّ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، لَقَدْ خَشِيتُ أَنْ أَكُونَ قَدْ هَلَكْتُ قَالَ: «لِمَ» ؟ قَالَ: نَهَانَا اللَّهُ أَنْ نُحِبَّ أَنْ نُحْمَدَ بِمَا لَمْ نَفْعَلْ، وَأَنَا امْرُؤٌ أُحِبُّ الْحَمْدَ، وَنَهَانَا عَنِ الْخُيَلاءِ، وَأَنَا امْرُؤٌ أُحِبُّ الْجَمَالَ، وَنَهَانَا اللَّهُ أَنْ نَرْفَعَ أَصْوَاتَنَا فَوْقَ صَوْتِكَ، وَأَنَا رَجُلٌ جَهِيرُ الصَّوْتِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا ثَابِتُ، أَمَا تَرْضَى أَنْ تَعِيشَ حَمِيدًا، وَتُقْتَلَ شَهِيدًا، وَتَدْخُلَ الْجَنَّةَ»

তাহকীক: