আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১৮- বিবিধ প্রসঙ্গ। - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৯৪৯
- বিবিধ প্রসঙ্গ।
নবী ﷺ -এর দৈহিক গঠন।
৯৪৯। আনাস ইবনে মালেক (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ (দৈহিক গড়নে) খুব লম্বাটেও ছিলেন না এবং বেঁটেও ছিলেন না, চুনের মতো সাদাও ছিলেন না, আবার একেবারে গমের রং-এর মতোও ছিলেন না, তাঁর চুল সম্পূর্ণ কোঁকড়ানোও ছিলো না এবং সোজাও ছিলো না। আল্লাহ তাআলা তাঁকে চল্লিশ বছর বয়সে নবুওয়াত দান করেন। অতঃপর তিনি মক্কায় দশ বছর এবং মদীনায় দশ বছর কাটান। অতঃপর আল্লাহ তাআলা তাঁকে ষাট বছর বয়সে নিজের কাছে তুলে নেন। তখনও তাঁর মাথা ও দাড়ির চুল পাকেনি, মাত্র বিশটি পাকা চুল ছিলো।**
الابواب الجامعة
بَابُ: صِفَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا رَبِيعَةُ بْنُ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: " كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَيْسَ بِالطَّوِيلِ الْبَائِنِ، وَلا بِالْقَصِيرِ، وَلا بِالأَبْيَضِ الأَمْهَقِ، وَلَيْسَ بِالآدَمِ، وَلَيْسَ بِالْجَعْدِ الْقَطَطِ، وَلا بِالسَّبْطِ، بَعَثَهُ اللَّهُ عَلَى رَأْسِ أَرْبَعِينَ سَنَةً، فَأَقَامَ بِمَكَّةَ عَشْرَ سِنِينَ، وَبِالْمَدِينَةِ عَشْرَ سِنِينَ، وَتَوَفَّاهُ اللَّهُ عَلَى رَأْسِ سِتِّينَ سَنَةً، وَلَيْسَ فِي رَأْسِهِ وَلِحْيَتِهِ عِشْرُونَ شَعْرَةً بَيْضَاءَ
tahqiq

তাহকীক: