আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১৮- বিবিধ প্রসঙ্গ। - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১০০৬
- বিবিধ প্রসঙ্গ।
যেনাকারী যেনাকারিণীকে বিবাহ করবে
১০০৬। ইয়াহ্ইয়া ইবনে সাঈদ (রাহঃ) থেকে সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ)-এর সূত্রে বর্ণিত। আল্লাহর বাণী (মূল পাঠ হাদীসে দ্র.)ঃ “যেনাকারী কেবল যেনাকারিণী অথবা মুশরিক স্ত্রীলোক বিবাহ করবে। আর যেনাকারী বা মুশরিক পুরুষলোক ছাড়া অন্য কেউ যেনাকারিণীকে বিবাহ করবে না। এটা ঈমানদার লোকদের জন্য হারাম করা হয়েছে” (সূরা নূরঃ ৩)। উক্ত আয়াতের তাফসীর প্রসঙ্গে ইয়াহ্ইয়া ইবনে সাঈদ (রাহঃ) সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ)-কে বলতে শুনেছেন, এই আয়াতকে পরবর্তী আয়াত মানসূখ করেছে। অতঃপর তিনি নিম্নোক্ত আয়াত পাঠ করেন (মূল পাঠ হাদীসে দ্র.)ঃ “তোমাদের মধ্যকার স্বামীহীনা স্ত্রীলোক এবং তোমাদের দাস-দাসীদের মধ্যকার চরিত্রবানদের বিবাহ দাও” (সূরা নূরঃ ৩২)।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের ফিকহবিদদের এটাই সাধারণ মত। ব্যভিচারী নয় এমন ব্যক্তি যদি এমন কোন নারীকে বিবাহ করে যে ব্যভিচারিণী ছিলো তবে তাতে কোন দোষ নেই।
الابواب الجامعة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، فِي قَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ: {الزَّانِي لا يَنْكِحُ إِلا زَانِيَةً أَوْ مُشْرِكَةً وَالزَّانِيَةُ لا يَنْكِحُهَا إِلا زَانٍ أَوْ مُشْرِكٌ} [النور: 3] ، قَالَ: وَسَمِعْتُهُ يَقُولُ: " إِنَّهَا نُسِخَتْ هَذَه الآيَةُ بِالَّتِي بَعْدَهَا، ثُمَّ قَرَأَ: {وَأَنْكِحُوا الأَيَامَى مِنْكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ} [النور: 32] ".
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا لا بَأْسَ بِتَزَوُّجِ الْمَرْأَةِ، وَإِنْ كَانَتْ قَدْ فَجَرَتْ، وَإِنْ يَتَزَوَّجْهَا مَنْ لَمْ يَفْجُرْ
tahqiq

তাহকীক: