আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
১৮- বিবিধ প্রসঙ্গ। - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১০০৭
- বিবিধ প্রসঙ্গ।
বিবাহের প্রস্তাব
১০০৭। আব্দুর রহমান ইবনুল কাসিম (রাহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। মহান আল্লাহর বাণী (মূল পাঠ হাদীসে দ্র.)ঃ “ইদ্দাত পালনকালে তোমরা যদি বিধবা স্ত্রীলোকদের বিবাহ করার ইচ্ছা ইশারা-ইংগিতে প্রকাশ করো অথবা তা নিজেদের মনের মধ্যে লুকিয়ে রাখো, তবে তা কোন দোষের ব্যাপার নয়” (সূরা বাকারাঃ ২৩৫)। এ আয়াতের তাফসীর প্রসংগে সাঈদ ইবনুল মুসাইয়্যাব বলতেন, যে স্ত্রীলোক স্বামীর মৃত্যুজনিত ইদ্দাত পালন করছে, তাকে বলো, তুমি আমার জন্য একটি নিআমত, আমি তোমার প্রতি আকৃষ্ট এবং আল্লাহ তাআলা তোমাকে রিযিক দান করবেন। এ ধরনের কথাবার্তা বলা যেতে পারে ( যা বিবাহের সরাসরি ও সুস্পষ্ট প্রস্তাব নয়)।
الابواب الجامعة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، أَنَّهُ كَانَ يَقُولُ فِي قَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ: {وَلا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا عَرَّضْتُمْ بِهِ مِنْ خِطْبَةِ النِّسَاءِ أَوْ أَكْنَنْتُمْ فِي أَنْفُسِكُمْ} [البقرة: 235] ، قَالَ: أَنْ تَقُولَ لِلْمَرْأَةِ وَهِيَ فِي عِدَّتِهَا مِنْ وَفَاةِ زَوْجِهَا: إِنَّكَ عَلَيَّ كَرِيمَةٌ، وَإِنِّي فِيكِ لَرَاغِبٌ، وَإِنَّ اللَّهَ سَائِقٌ إِلَيْكِ رِزْقًا، وَنَحْوَ هَذَا مِنَ الْقَوْلِ
তাহকীক: