আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১২৮
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৭০- ইয়াহূদী প্রতিবেশী
১২৮। মুজাহিদ (রাহঃ) বর্ণনা করেন যে, আমি একদা হযরত আব্দুল্লাহ্ ইবন আমর (রাযিঃ)-এর সমীপে ছিলাম। তখন তাহার বালক ভৃত্য ছাগলের চামড়া খসাইতেছিল। তিনি বলিলেন ঃ বালক। অবসর হইয়াই আমাদের ইয়াহূদী প্রতিবেশী হইতে (গােশত বিলাইতে) শুরু করিবে। তখন সম্প্রদায়ের এক ব্যক্তি বলিয়া উঠিল, কী ? ইয়াহূদী। আল্লাহ আপনাকে সংশােধন করিয়া দিন। তখন তিনি বলিলেন ? আমি নবী করীম (ﷺ)-কে প্রতিবেশী সম্পর্কে উপদেশ প্রদান করিতে শুনিয়াছি। এমন কি আমাদের আশংকা হইতে লাগিল অথবা আমাদের কাছে বর্ণনা করা হইল যে, তিনি অচিরেই প্রতিবেশীকে আমাদের পরিত্যাজ্য সম্পত্তির উত্তরাধিকারীও সাব্যস্ত করিবেন।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ جَارِ الْيَهُودِيِّ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا بَشِيرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُجَاهِدٍ قَالَ: كُنْتُ عِنْدَ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، وَغُلاَمُهُ يَسْلُخُ شَاةً، فَقَالَ: يَا غُلاَمُ، إِذَا فَرَغْتَ فَابْدَأْ بِجَارِنَا الْيَهُودِيِّ، فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: الْيَهُودِيُّ أَصْلَحَكَ اللَّهُ؟ قَالَ: إِنِّي سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُوصِي بِالْجَارِ، حَتَّى خَشِينَا أَوْ رُئِينَا أَنَّهُ سَيُوَرِّثُهُ.
তাহকীক: