আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১২৯
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৭২- সৎ-অসৎ নির্বিশেষে সকলের প্রতি সদ্ব্যবহার
১২৯। মুহাম্মাদ ইবন আলী (ইবনুল হানফিয়া) বলেনঃ কুরআন শরীফের আয়াত ঃ هَلْ جَزَاءُ الإِحْسَانِ إِلاَّ الإِحْسَانُ
সদ্ব্যবহারের প্রতিদান সদ্ব্যবহার ভিন্ন আর কি হইতে পারে? - উহা
সৎ-অসৎ নির্বিশেষে সকলের ব্যাপারেই প্রযােজ্য নীতি। আবু আব্দুল্লাহ (রাযিঃ) বলেনঃ আবু উবায়দ উহার ব্যাখ্যায় বলিয়াছেনঃ উহা হইতেছে সাধারণ নীতি।
সদ্ব্যবহারের প্রতিদান সদ্ব্যবহার ভিন্ন আর কি হইতে পারে? - উহা
সৎ-অসৎ নির্বিশেষে সকলের ব্যাপারেই প্রযােজ্য নীতি। আবু আব্দুল্লাহ (রাযিঃ) বলেনঃ আবু উবায়দ উহার ব্যাখ্যায় বলিয়াছেনঃ উহা হইতেছে সাধারণ নীতি।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ الإِحْسَانِ إِلَى الْبَرِّ وَالْفَاجِرِ
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا سَالِمُ بْنُ أَبِي حَفْصَةَ، عَنْ مُنْذِرٍ الثَّوْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ الْحَنَفِيَّةِ: (هَلْ جَزَاءُ الإِحْسَانِ إِلاَّ الإِحْسَانُ)، قَالَ: هِيَ مُسَجَّلَةٌ لِلْبَرِّ وَالْفَاجِرِ.
তাহকীক: