আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৫২২
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৩৬. রুগ্ন ব্যক্তিকে দেখিতে যাওয়ার ফযীলত
৫২২। হযরত আবু আসমা বলেনঃ যে ব্যক্তি তাহার অপর (কোন মুসলমান) ভাইকে রুগ্ন অবস্থায় দেখিতে যায় সে বেহেশতের খুরফায় প্রবেশ করিবে। এই হাদীসের রাবী আসিম বলেনঃ আমি (আমার উর্ধ্বতন রাবী) আবু কিলাবাকে জিজ্ঞাসা করিলাম, বেহেশতের খুরফা কি? বলিলেনঃ বেহেশতের কক্ষ। আমি আবু কিলাবাকে জিজ্ঞাসা করিলাম, আবু আসমা এই হাদীস কাহার বরাত দিয়া বর্ণনা করিয়াছেন? বলিলেনঃ হযরত সাওবানের সূত্রে এবং তিনি স্বয়ং রাসূলুল্লাহ্ (ﷺ) হইতে।
আবার একটি সূত্র অনুসারে মুসান্না আবু কুলাবার সূত্রে অনুরূপ বর্ণনা করিয়াছেন।
আবার একটি সূত্র অনুসারে মুসান্না আবু কুলাবার সূত্রে অনুরূপ বর্ণনা করিয়াছেন।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ فَضْلِ عِيَادَةِ الْمَرِيضِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ ، قَالَ : حَدَّثَنَا عَاصِمٌ ، عَنْ أَبِي قِلابَةَ ، عَنْ أَبِي الأَشْعَثِ الصَّنْعَانِيِّ ، عَنْ أَبِي أَسْمَاءَ ، قَالَ : " مَنْ عَادَ أَخَاهُ كَانَ فِي خُرْفَةِ الْجَنَّةِ ، قُلْتُ لأَبِي قِلابَةَ : مَا خُرْفَةُ الْجَنَّةِ ؟ قَالَ : جَنَاهَا ، قُلْتُ لأَبِي قِلابَةَ : عَنْ مَنْ حَدَّثَهُ أَبُو أَسْمَاءَ ؟ قَالَ : عَنْ ثَوْبَانَ ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
তাহকীক: