আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫২৩
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৩৭. রুগ্ন ব্যক্তির সহিত সাক্ষাতকারীর আলাপ-আলোচনা
৫২৩। আবু বকর ইব্‌ন হাযম এবং মুহাম্মাদ ইব্‌ন মুন্‌কাদির মসজিদের কতিপয় লোকসহ উমর ইব্‌ন হাকাম ইব্‌ন রাফি আনসারীকে তাঁহার রুগ্ন অবস্থায় দেখিতে গেলেন। তাহারা বলিলেনঃ হে আবু হাফস! আমাদিগকে হাদীস শুনান। তিনি বলিলেন, আমি হযরত জাবির ইব্‌ন আব্দুল্লাহকে বলিতে শুনিয়াছি যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছেন, যে ব্যক্তি কোন রুগ্ন ব্যক্তির কুশল জানিবার জন্য যায়, সে রহমতের মধ্যে ডুব দেয় এমনকি সে যখন সেখানে বসিয়া পড়ে, তখন তো রীতিমত রহমতের মধ্যে অবস্থানই করে।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ الْحَدِيثِ لِلْمَرِيضِ وَالْعَائِدِ
حَدَّثَنَا قَيْسُ بْنُ حَفْصٍ ، قَالَ : حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ ، قَالَ : أَخْبَرَنِي أَبِي ، أَنَّ أَبَا بَكْرِ بْنَ حَزْمٍ ، وَمُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ ، فِي نَاسٍ مِنْ أَهْلِ الْمَسْجِدِ ، عَادُوا عُمَرَ بْنَ الْحَكَمِ بْنِ رَافِعٍ الأَنْصَارِيَّ ، قَالُوا : يَا أَبَا حَفْصٍ ، حَدِّثْنَا ، قَالَ : سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ، قَالَ : سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ : " مَنْ عَادَ مَرِيضًا خَاضَ فِي الرَّحْمَةِ ، حَتَّى إِذَا قَعَدَ اسْتَقَرَّ فِيهَا
tahqiq

তাহকীক: